ঢাকার সবচেয়ে কাছে সবুজে ঘেরা শহর গাজীপুর। এখানে মনোরম প্রাকৃতিক বৈচিত্র, শিল্প, সংস্কৃতি ও ইতিহাসের দারুণ সব নিদর্শন আছে। তাই আপনার যাওয়া ও থাকা সহজ করতে আমরা গাজীপুরের সারাহ রিসোর্ট, ভাওয়াল রিসোর্ট ও ছুটি রিসোর্ট-সহ সেরা ১০টি রিসোর্ট-এর বিস্তারিত বর্ণনা নিয়ে হাজির হয়েছি।
রিসোর্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি খোলা বারান্দা, মাঠ, কনফারেন্স-সহ অসংখ্য সুবিধা রয়েছে। তাই সহজেই হানিমুন, ইভেন্ট বা কর্পোরেট পিকনিক করতে পারবেন। আবার শেয়ারট্রিপের মাধ্যমে অগ্রিম বুকিং নিলে বিশেষ ডিস্কাউন্ট-ও পাবেন। এবারে সহজে জেনে নেওয়া যাক গাজীপুরের রিসোর্টে কিভাবে যাবেন, ভাড়া কেমন পড়বে, ও কি কি বিশেষ সুবিধা পাবেন।
গাজীপুর রিসোর্ট লিস্ট: সেরা ১০টি রিসোর্ট এর তালিকা
১. সারাহ রিসোর্ট, গাজীপুর
ঠিকানাঃ ভাওয়াল রাজবাড়ি, শ্রীপুর, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে ভাওয়াল রাজবাড়ির কাছে অবস্থিত সারাহ রিসোর্ট। ঢাকা থেকে যেতে ঘন্টাখানেক সময় লাগবে। এখানে দুজন থেকে শুরু করে পুরো পরিবার নিয়ে থাকার জন্য ১১ রকমের ভিলা ও হাউজ আছে। বাংলোগুলো রাজকীয় নকশায় সাজানো। ভ্রমণ বেশি স্মরনীয় করতে হাউজ বোট, ট্রি হাউজ ও মাড হাউজে থাকতে পারবেন। এখানে বিনোদনের জন্য সুইমিং পুল, মুভি থিয়েটার, সাইকেল রাইড, ভার্চুয়াল রিয়েলিটিসহ অনেকরকমের ব্যাবস্থা আছে। খাবার জন্য আধুনিক মানের রেস্টুরেন্ট পাবেন। মান অনুযায়ী রুম ভাড়া পড়বে ৮ হাজার থেকে ৬৫ হাজার টাকা। ছুটির দিন ও মৌসুম অনুযায়ী ভাড়া পরিবর্তন হতে পারে।
- বিশেষ সুবিধাঃ রুমে ইন্টারনেট, স্যাটেলাইট টিভি, কফি মেকার, সকালের নাস্তা ইত্যাদি পাবেন
২. ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা
ঠিকানাঃ নলজানি, মির্জাপুর, বাড়ইপাড়া, গাজীপুর
গাজীপুরের মির্জাপুর ইউনিয়নের নলজানিতে অবস্থিত ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। ঢাকা বিমানবন্দর থেকে দূরত্ব মাত্র ৪৫ কিঃমিঃ। সম্পূর্ণ রিসোর্টটি গাছপালা দিয়ে ঘেরা। পরিবার ও যুগলদের থাকার জন্য ৬১টি ভিন্ন ভিন্ন কটেজ আছে। প্রতি রুমের ব্যালকনি দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। এখানে বিনোদন ও আরাম আয়েশের জন্য বিউটি পার্লার, স্পা, টেনিস ক্লাব এবং বিলিয়ার্ড ক্লাব আছে। বড়দের জন্য আলাদা সুইমিং পুল ও ছোটদের জন্য বেবিসিটিং সার্ভিস পাবেন। থাকতে হলে খরচ হবে ১১ হাজার থেকে ৩০ হাজার টাকা। দিন ও মৌসুম অনুযায়ী ভাড়া কম-বেশি হবে।
- বিশেষ সুবিধাঃ সৌজন্য নাস্তা, ইন্টারনেট ও ব্যয়ামাগারের ব্যবস্থা পাবেন
৩. ছুটি রিসোর্ট
ঠিকানাঃ সুকুন্দি, আমতলী, জয়দেবপুর, গাজীপুর
ঢাকা বিমানবন্দর থেকে ২৫ কিঃমিঃ দূরে গাজীপুরের সুকুন্দি গ্রামে অবস্থিত ছুটি রিসোর্ট। এখানে কটেজ, স্যুট আর ভিলা নামে ৩ ধরনের থাকার জায়গা আছে। অনুষ্ঠানের জন্য বড় রেস্তারা ও কনফারেন্স হল পাবেন। বিনোদনের জন্য দুটি পিকনিক স্পট ও মাছ ধরার ব্যবস্থা আছে। নার্সারি, ভেষজ বাগান ও অর্কিডসহ বিভিন্ন বাহারি ফুলের বাগানে ঘেরা রিসোর্টটি। এখানে ব্যাডমিন্টন, ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ আছে। এখান থেকে সহজে ভাওয়াল ন্যাশনাল পার্ক ও রাজবাড়ি ঘুরে আসতে পারবেন। থাকতে হলে চাহিদা ও মৌসুমের উপর ভিত্তি করে ৬ হাজার থেকে ১৭ হাজার টাকা খরচ হবে।
- বিশেষ সুবিধাঃ বিনামূল্যে পার্কিং, সকালের নাস্তা, ইন্টারনেট ও পুলের সুবিধা পাবেন
৪. ড্রিম স্কয়ার রিসোর্ট
ঠিকানাঃ নয়নপুর বাজার, চকপাড়া, মাওনা, শ্রীপুর, গাজীপুর
গাজীপুরের মাওনাতে অজহিরচালা নামক গ্রামে অবস্থিত ড্রিম স্কয়ার রিসোর্ট। ঢাকা বিমানবন্দর থেকে ১ ঘন্টার মধ্যে এখানে যেতে পারবেন। থাকার জন্য আন্তর্জাতিক মানের ২০টি কটেজ ও ১০০টির বেশি রুম আছে। ওয়াচ টাওয়ারে উঠে প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর আনাগোণা লক্ষ্য করা যায়। রিসোর্টের নিজস্ব ঘানি, হ্যাচারি ও ডেইরি ফার্ম আছে, তাই ভেজালমুক্ত খাবার খেতে পারবেন। বিনোদনের জন্য সাইকেল, ফুটবল, টেনিস, মাছ ধরা, মুভি দেখা ও বারবিকিউ করার ব্যবস্থা আছে। থাকতে হলে রুমের সাজসজ্জার উপর ভিত্তি করে ৮ হাজার থেকে ৬০ হাজার টাকা খরচ হবে। ছুটির দিন ও ভ্রমণ মৌসুমে কটেজের ভাড়া তুলনামূলক বেশি হয়।
- বিশেষ সুবিধাঃ জুস বার, ব্যায়ামাগার ও কনফারেন্স রুমের সুবিধা পাবেন
৫. গ্রিন ভিউ গলফ রিসোর্ট
ঠিকানাঃ আনসার রোড, ভাঙাহাটি, শ্রীপুর, গাজীপুর
গ্রিন ভিউ গলফ রিসোর্ট গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বিলাস্হুল একটি রিসোর্ট। মূল আকর্ষণ গলফ কোর্স হলেও এখানে ব্যাডমিন্টন, পুল, টেবিল টেনিসসহ খেলাপ্রেমীদের জন্য অনেকরকম খেলার ব্যবস্থা আছে। থাকার জন্য সুসজ্জিত সব রুম ও কটেজ পাবেন। রুমের মধ্যেই চা, কফি, লন্ড্রী সার্ভিস ইত্যাদি নেওয়া যায়। বড় সুইমিং পুল, গাছগাছালি আর বাগানে ঘেরা রিসোর্টটি। হরিণ, ঘোরাসহ বেশ কিছু প্রাণী থাকার জন্য একটা ছোট্ট চিড়িয়াখানাও আছে। এখানেও নিজস্ব ডেইরি থেকে খাটি গরুর দুধ ও খাবার পাওয়া যায়। মৌসুম ও চাহিদা অনুযায়ী ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে মানসম্মত রুম ভাড়া নিতে পারবেন।
- বিশেষ সুবিধাঃ ব্যক্তিগত গলফ সেশন ও হট টাবের সুবিধা পাবেন
৬. রাজেন্দ্র ইকো রিসোর্ট
ঠিকানাঃ ভবানিপুর, রাজেন্দ্রপুর (বঙ্গবন্ধু সাফারি পার্কের পাশে), গাজীপুর
গাজীপুরের ভবানিপুরে গেলে রাজেন্দ্র ইকো রিসোর্টের দেখা পাবেন। ঢাকা বিমানবন্দর থেকে এখানে যেতে দেড় ঘন্টার মত সময় লাগবে। গহীন শালবনের ভিতরে রিসোর্টটি অন্যরকম এক অ্যাডভেঞ্চারের ছোঁয়া দেয়। রুমগুলো ফিটফাট আর সব রুমেই বড় জানালা রয়েছে। রিসোর্টে বিনোদনের জন্য স্পা ও অনুষ্ঠানের জন্য কনফারেন্স রুম পাবেন। সতেজ খাবার চাষ করার জন্য ডেইরি ও পোল্ট্রি ফার্ম সহ রিসোর্টের নিজস্ব জমি আছে। উঁচু ভবন আর ওয়াচ টাওয়ার থেকে সরাসরি বনের ভিতরে দেখা যায়। পাশে একটা সুন্দর লেকে নৌকায় চড়ে মাছ ধরতে পারবেন।
- বিশেষ সুবিধাঃ রিসোর্টের মধ্যেই পিঠা ঘর, গিফট শপ ও কফি শপ পাবেন
৭. রিভেরি হলিডে রিসোর্ট
ঠিকানাঃ টেক কাঠোরা, মইশানবাড়ি (খানপাড়া প্রাইমারি স্কুলের কাছে), গাজীপুর
কম খরচে ঘুরে আসার জন্য রিভেরি হলিডে রিসোর্ট সেরা পছন্দ হতে পারে। গাজীপুরের মইশানবাড়িন টেক কাঠোরা নামক স্থানে রিসোর্টটি খুঁজে পাবেন। এখানকার রুমগুলো পুরনো বাংলোর মত। যারা সাধারণ মানের ছিমছাম রুম পছন্দ করেন তাদের অনেক ভাল লাগবে। এখানে কম খরচে শীতাতপ নিয়ন্ত্রিত রুম পাবেন। এছাড়া রিসোর্টে হেঁটে সময় কাটানোর জন্য অনেক ফাঁকা জায়গা আছে। লেক বা নদীতে নৌকা চালাতে পারবেন। রুম ভাড়া নিতে খরচ হবে ৪ হাজার থেকে ৬ হাজার টাকা। বছরের শেষ বা শীতের মৌসুমে হয়ত খরচ কিছু বাড়তে পারে।
- বিশেষ সুবিধাঃ বিনামূল্যে নাস্তা করা, এয়ারপোর্টে আসা ও উচ্চগতির ইন্টারনেটের ব্যাবস্থা আছে।
৮. থার্ড টেরেস রিসোর্ট
ঠিকানাঃ মিয়াবাড়ি রোড, গজারিয়াপাড়া, রাজেন্দ্রপুর, গাজীপুর
ব্যস্ত শহুরে জীবন থেকে দূরে থাকার জন্য থার্ড টেরেস রিসোর্ট অতুলনীয়। ঢাকা থেকে ৩৩ কিঃমিঃ দূরে ভাওয়াল উদ্যান থেকে কিছুটা সামনে গেলে রিসোর্টটি পাবেন। এটি পুরনো বাংলোবাড়ির আদলে তৈরি করা হয়েছে। সবকিছুই একেবারে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা। এখানে পদ্ম বাগান, শান বাঁধানো লেকের পাড় আর অনুষ্ঠান করার জন্য উন্মুক্ত জায়গা আছে। অবসরে প্রিয়জনকে নিয়ে নৌকায় ঘুরতে পারবেন। এছাড়া সতেজ ফল খাবার জন্য এখানে অসংখ্য সুস্বাদু ফলের গাছ রয়েছে। তাই গ্রামের মত একটা আবহ দেখা যায়।
- বিশেষ সুবিধাঃ বিভিন্ন রকম গেমিং রুমের পাশাপাশি বারবিকিউ ডেক পাবেন
৯. পুবাইল সোশিও-কালচারাল সেন্টার রিসোর্ট
ঠিকানাঃ হোল্ডিং ২০, ওয়ার্ড ৪১, ব্লক-এ (গাজীপুর-পুবাইল কলেজ রোড), ডেমোরপাড়া, গাজিপুর
ঢাকা বিমানবন্দর থেকে মাত্র ১৬ কিঃমিঃ দূরে পুবাইল সোশিও-কালচারাল সেন্টার রিসোর্টে যেতে পারবেন। শহুরে ঝুট ঝামেলা থেকে অবকাশের জন্য এটা বেশ ভাল স্থান। এখানে লেকের পাড় ধরে পানির উপরে হাউজবোটের মত কটেজে থাকা যায়। সকালে ও রাতে আশেপাশের সব গাছে বিভিন্ন রকম পাখির কলকাকলি শোনা যায়। শীতের দিনে রোদ পোহাবার জন্য ছাদ আর বারবিকিউ করার জন্য বড় ডেক আছে। পরিবার নিয়ে খোলা আকাশের নিচে ডাইনিং করার ব্যবস্থা আছে। আর এখানে প্রিয় পোষা প্রাণী সাথে নিয়ে থাকতে পারবেন।
- বিশেষ সুবিধাঃ ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা ও উচ্চগতির ইন্টারনেট-সহ বিজনেস সেন্টার পাবেন
১০. নক্ষত্রবাড়ি রিসোর্ট অ্যান্ড কনফারেন্স সেন্টার
ঠিকানাঃ রাজবাড়ি বাজার, চিনাসুখানিয়া
জনপ্রিয় টিভি শিল্পীযুগল বিপাশা হায়াত ও তৌকির আহমেদের মালিকানায় পরিচালিত নক্ষত্রবাড়ি রিসোর্ট অ্যান্ড কনফারেন্স সেন্টার। এখানে প্রযুক্তি আর প্রকৃতিকে এক সুতোয় বেঁধে রাখা হয়েছে। থাকতে হলে ঢাকা থেকে ৪৫ কিঃমিঃ দূরে শ্রীপুর উপজেলার রাজবাড়ি বাজার রোডে যেতে হবে। থাকার জন্য এখানে কটেজ ও বাংলোর ব্যবস্থা আছে। বাঁশ ও ছনের তৈরি কটেজ গুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। এছাড়া বিনোদনের জন্য মুভি থিয়েটার ও সুইমিং পুল আছে। রুম ও কটেজ ভাড়া নিতে অফ সিজনে খরচ পড়বে ৬ হাজার থেকে ২৭ হাজার টাকা।
- বিশেষ সুবিধাঃ বিনামূল্যে নাস্তা ও পোষা প্রাণী সাথে রাখার সুবিধা পাবেন
শেয়ারট্রিপের সাথে গাজীপুর রিসোর্ট স্টে হবে আরও সুন্দর!
এই ছিল গাজীপুরের সেরা ১০ টি রিসোর্টের বিস্তারিত বিবরণ। অতিথিদের চাহিদা অনুযায়ী সেবা ও নিরাপত্তার কথা মাথায় রেখে রিসোর্ট গুলো পরিচালনা করা হয়। পরিবার-পরিজন নিয়ে নগরজীবনের সকল কোলাহল থেকে মুক্তি পেতে আপনার পছন্দের যেকোনো রিসোর্টে ঘুরে আসতে পারেন। তবে মনে রাখবেন, ভ্রমণ মৌসুমে রিসোর্টের ভাড়া আমাদের উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি হতে পারে। তাই আগে থেকেই খোঁজ নিয়ে গেলে বিব্রতকর কোনো পরিস্থিতি তৈরি হবেনা। রিসোর্ট ভাড়া করতে কোনো সমস্যা হলে শেয়ারট্রিপের হোটেল পেইজ থেকে পছন্দের স্থানে রিসোর্ট খুঁজতে পারবেন। এছাড়া যেকোনো তথ্যের জন্য মেইল করুন vacation@sharetrip.net -এ এবং কল করুন +8809617617617 নম্বরে।