ঢাকার আশেপাশে একদিনের ট্যুর দিতে চাচ্ছেন? শেয়ারট্রিপের মাধ্যমে কম খরচে রিসোর্ট বুক করে ঘুরে আসতে পারবেন সহজেই।
জীবনের ব্যাস্ততা কাটাতে ছোটখাট ট্যুর এর বিকল্প নেই। তবে যানজটের ঝামেলার কারনে অনেকে রোড-ট্রিপ পরিকল্পনাই বাদ দিয়ে দেয়। কিন্তু চাইলেই সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার আশেপাশে রিসোর্ট ভাড়া নিয়ে পরিবারের সাথে একান্ত সময় কাটানো যায়। তাই আপনিও পরিবার-পরিজন অথবা বন্ধু-বান্ধব নিয়ে ছুটি রিসোর্ট, ড্রিম স্কয়ার রিসোর্ট বা দ্য হেরিটেজ রিসোর্ট এর মত চমকার সব রিসোর্টে ঘুরে আসতে পারেন। লেখাটি সম্পূর্ণ পড়ার পর শেয়ারট্রিপের মাধ্যমে খুব কম খরচে ঢাকার আশেপাশে রিসোর্ট ভাড়া নিতে পারবেন।
ঢাকার আশেপাশে রিসোর্ট সমূহ
ঢাকার আশেপাশে ডে ট্যুর-এর জন্য আমরা ৮টি ভাল মানের রিসোর্ট এর নাম উল্লেখ করেছি, এর মধ্যে ৭টি গাজীপুরে এবং ১টি নরসিংদীতে। রিসোর্টগুলো শহরের যানজট থেকে দূরে হওয়ায় প্রকৃতির মাঝে মন সতেজ হয়ে যাবে। পাশাপাশি বিভিন্ন মজার এক্টিভিটি করে প্রিয় মানুষের সাথে হেসে খেলে সময় কাটাতে পারবেন। রিসোর্টগুলোর পরিবেশ আন্তর্জাতিক মানের এবং ভিতরে বিশ্রাম ও বিনোদনের বিভিন্নরকম সৃুবিধা আছে। রিসোর্টগুলো হলোঃ-
- ছুটি রিসোর্ট, গাজীপুর
- ড্রিম স্কয়ার রিসোর্ট
- দ্য হেরিটেজ রিসোর্ট
- সারাহ রিসোর্ট
- রিভেরি হলিডে রিসোর্ট
- রা’স রিসোর্ট
- ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা
- রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট
ছুটি রিসোর্ট গাজীপুর
ঢাকা থেকে মাত্র ১৮ কিমি দূরে গাজীপুরে ছুটি রিসোর্ট অবস্থিত। ৫৪ বিঘা জমির উপর তৈরি হয়েছে রিসোর্টটি। বিমান বন্দর থেকে এক ঘন্টার কম সময়ে এখানে যেতে পারবেন। রিসোর্টে ঢুকেই নানান রকম গাছগাছালি ও বণ্য প্রাণীর বিচরণ দেখা যায়। এখানে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে থাকার জন্য ৫০টির বেশি রুম আছে। বিশেষ করে উডেন কটেজ, ভাওয়াল কটেজ, ফ্যামিলি কটেজ নামের কটেজগুলো বেশ জনপ্রিয়।
সময় কাটানোর জন্য জ্যাকুজি আর সুইমিং পুল আছে। মাঠে বিভিন্ন রকম খেলার পাশাপাশি নৌকা চালিয়ে, সাইকেল চালিয়ে বা মাছ ধরে বিনোদন নিতে পারবেন। রিসোর্টের রেস্টুরেন্টে থাই, চাইনিজ, বাংলাদেশী ও ভারতীয় খাবার পাবেন। পুলের কাছে গান শোনার জন্য একটা মিউজিক ক্যাফে আছে।
- ঠিকানাঃ সুকুন্দি, আমতলী, জয়দেবপুর, গাজীপুর
- বিশেষ সুবিধাঃ ব্রেকফাস্ট, ফ্রি পার্কিং, ওয়াইফাই ইত্যাদি পাবেন
ড্রিম স্কয়ার রিসোর্ট
গাজীপুরের শ্রীপুরের মাওনাতে গেলে ড্রিম স্কয়ার রিসোর্ট খুঁজে পাবেন। ঢাকা থেকে এখানে যেতে দু ঘন্টার মত সময় লাগতে পারে। এখানে অনেক রকম আরাম আয়েশের ব্যবস্থা আছে। আলো ঝলমলে রুমগুলো বেশ শৈল্পিক নকশায় সাজানো। নরম পালকের বিছানাগুলো বেশ স্বস্তিদায়ক। সব রুমের জানালা থেকে লেক দেখা যায়। এখানে মাড হাউজ কিং, ডিলাক্স কিং, সুপেরিয়র কিং ইত্যাদি নামে ১২২টির বেশি রুম পাওয়া যায়।
রিসোর্টের রেস্টুরেন্টে ভারতীয়, থাই, চাইনিজ ইত্যাদি উপমহাদেশীয় খাবারের ব্যাবস্থা আছে। চাইলে ভোজন রসিক বন্ধু বান্ধব নিয়ে ব্যুফে ডিনার করতে পারবেন। সময় কাটানোর জন্য ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, লুডো ইত্যাদি খেলার ব্যবস্থা আছে। পুরো রিসোর্ট জুড়ে সুন্দর ফুলের সুবাস ছাড়ানো একটা স্নিগ্ধতা বিরাজ করে।
- ঠিকানাঃ চকপাড়া (মেডিকেল মোড়), মাওনা, শ্রীপুর, গাজীপুর
- বিশেষ সুবিধাঃ সুইমিং পুল, জ্যাকুুজি, মিনিবার, এয়ারপোর্ট শাটল বাস
দ্য হেরিটেজ রিসোর্ট
নরসিংদীর নওপাড়াতে অবস্থিত দ্য হেরিটেজ রিসোর্ট। ঢাকা বিমানবন্দর থেকে যেতে এক ঘন্টার মত সময় লাগে। বিভিন্নরকম লতাপাতা ও সবুজের চাঁদরে মোড়ানো রিসোর্টটি। ১৫০ বিঘার মত বিশাল জায়গায় বিভিন্নরকম স্যুট আর ভিলা আছে। অতিথিরা লেকের পাশে ওয়াটার কটেজে থাকতে বেশি পছন্দ করে।
এখানকার রেস্টুরেন্টে দেশী বিদেশী সকল রকম খাবারের ব্যবস্থা আছে। দক্ষ শেফ থাকায় নিজের পছন্দমত থাই, চাইনিজ, ভারতীয় ও ইটালিয়ান খাবার খাওয়া যায়। সময় কাটানোর জন্য সুইমিং পুল ও গাছগাছালিপূর্ণ বাগান আছে। পুলের পাশে দারুণ একটা কফিশপ পাবেন। এখানে দেয়ালের শিল্পকর্মসহ নানান রকম স্থাপত্যের পাশে ছবি তোলা যায়।
- ঠিকানাঃ বাগানবাড়ি, মাধবদী, নরসিংদী
- বিশেষ সুবিধাঃ ব্যুফে ব্রেফাস্ট, ফ্রি পার্কিং, ওয়াইফাই
সারাহ রিসোর্ট
ঢাকা থেকে ৫০ কিমি দূরে সারাহ রিসোর্ট। এখানে যেতে দেড় ঘন্টার মত সময় লাগবে। রিসোর্টের ঝলমলে আলো আর রাস্টিক শিল্পকর্ম বেশ একটা অভিজাত্যের ছোঁয়া দেয়। এখানকার রুমগুলো বেশ বড় আর বিদেশী হোটেলগুলোর মত কাঠের নকশা করা। থাকার জন্য মাড হাউজ, ওয়াটার ফ্রন্ট ভিলা, স্যুটসহ অনেক রকমের কটেজ পাবেন। সব রুমেই আধুনিক আসবাবপত্র আছে। এছাড়া ১ হাজার মানুষের ধারণক্ষমতার রেস্টুরেন্ট-সহ লম্বা ডাইনিং প্যাসেজ আছে।
সময় কাটাতে সুইমিং ও কায়াকিং করতে পারবেন। এই রিসোর্টে নিজের পোষা প্রাণী সাথে নিয়ে থাকতে পারবেন। বাচ্চাদের অ্যাডভেঞ্চারের ছোঁয়া দিতে এখানে ‘সারাহ ক্যাম্প’ এর ব্যবস্থা আছে। ক্যাম্পে গাছে ওঠা, ঝোলা ছাড়াও বিভিন্নরকম কসরত করা যায়। তবে রুম সংখ্যা সীমিত হওয়ায় আগেভাগে বুকিং নেওয়া ভালো হবে।
- ঠিকানাঃ রাজাবাড়ি, রাজেন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর
- বিশেষ সুবিধাঃ সাজানো রুম, ফ্রি পার্কিং, পোষা প্রাণী রাখার ব্যবস্থা, ওয়াইফাই, ইত্যাদি
রিভেরি হলিডে রিসোর্ট
কম খরচে ঢাকার আশেপাশের রিসোর্টগুলোর মধ্যে রিভেরি হলিডে রিসোর্ট উপরের সারিতে থাকবে। শহুরে আবহ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাইলে এখানে ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে এক ঘন্টার মধ্যে এখানে পৌছাতে পারবেন। ইস্টার্ন বাংলোসহ বেশ কিছু স্যুট আছে এখানে। ইচ্ছামত আধুনিক বা ফরেস্ট বাংলো ভাড়া নিতে পারবেন।
প্রতিটি রুমে প্রয়োজনীয় আসবাবপত্র আছে। রিসোর্টের রেস্টুরেন্টে বিভিন্নরকম খাবারের ব্যবস্থা আছে। শীতের সময় গ্রিল বা বারবিকিউ খেতে পারবেন। এছাড়া হানিমুন কাপলদের জন্য ক্যান্ডল লাইট ডিনারের ব্যবস্থা আছে। রিসোর্টের পাশের গ্রামে ঘুরে খেজুর রস পাড়া, মাছ ধরাসহ আবহমান বাংলার নানা রকম চিত্র দেখা যায়।
- ঠিকানাঃ টেক কাঠোরা, মইশানবাড়ি, গাজীপুর
- বিশেষ সুবিধাঃ বড় স্যুট, ফ্রি গাড়ি পার্কিং, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ইত্যাদি
রা’স রিসোর্ট
রা’স রিসোর্ট গাজীপুরের আরো একটি বিলাসবহুল ভ্রমণ স্থান। ঢাকা বিমানবন্দর থেকে এখানে যেতে বেশি হলে দেড় ঘন্টা সময় লাগতে পারে। পারিবারিক অনুষ্ঠান বা কর্পোরেট পিকনিকের জন্য সেরা হতে পারে রিসোর্টটি। অনেকে এখানে বিয়ের অনুষ্ঠান করে থাকে। এখানে ৫টি বাংলো, ৪টি কটেজ ও ১৪টি সাজানো রুম রয়েছে। প্রতি রুমে ব্যাক্তিগত ওয়াশরুম ও সেফটি বক্স আছে।
এখানে আধুনিক সুবিধা নেয়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে বিচরণ করা যায়। খাবার থেকে শুরু করে খেলাধুলা সবকিছুরই সুযোগ আছে। রিসোর্টের ঠিক সামনে বিশাল এক বাগান পাবেন। তাছাড়া কফিবার ও লাউঞ্জে সন্ধ্যা উপভোগ করতে পারবেন।
- ঠিকানাঃ উত্তর পেলায়েদ মুরগি বাজার, শৈতালীয়া, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর
- বিশেষ সুবিধাঃ আসবাবপত্র, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, পার্কিং, ওয়াইফাই ইত্যাদি
ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা
গাজীপুর ভাওয়াল বনের কিনারায় সুন্দর নিরিবিলি পর্যটন স্থান হলো ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। ঢাকা থেকে যেতে দুঘন্টার মত সময় লাগবে। সাপ্তাহিক ছুটি কাটানোর সেরা জায়গা এটা। এখানকার টিন ও টালি স্টাইলের ছাদের ঘরগুলো দেখতে দারুণ লাগে। আধুনিক সুবিধাসহ অনেক স্যুট ও ভিলা আছে। গ্রীষ্ম মৌসুমে এখানকার সুইমিং পুলে নেমে অনেক মজা করা যায়। বাকি সময় পুলের পাড়ে বসে গান শুনে সময় কাটাতে পারবেন।
খাবারের কথা বলতে গেলে, এখানে বর্ণিল সব উপমহাদেশীয় খাবার আর পানীয়ের ব্যবস্থা আছে। আর এই রিসোর্টে অ্যারোমেটিক, সুইডিশ ও থাই স্পা-এর ব্যবস্থা আছে। রিসোর্ট থেকে সহজেই নুহাশ পল্লী ও বঙ্গবন্ধু সাফারি পার্ক ঘুরে আসতে পারেন।
- ঠিকানাঃ নলজানি, মির্জাপুর, বাড়ইপাড়া, গাজীপুর
- বিশেষ সুবিধাঃ স্পা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ফ্রি পার্কিং, বাচ্চাদের পুল ইত্যাদি
রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট
ইটের কারুকাজ করা রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট গাজীপুরের অন্যতম আকর্ষণ। রিসোর্টটি ঢাকা বিমানবন্দর থেকে ৩৫ কিমি দূরে, তাই যেতে ১ ঘন্টার কিছু বেশি সময় লাগতে পারে। রিসোর্টের চারপাশে বিভিন্ন জলজ প্রাণী ভর্তি জলাশয় রয়েছে। রিসোর্টে ৬০০ স্কয়ার ফিটের বিশাল সব রুম আছে। সব রুমের সাথেই ব্যালকনি এবং দৃষ্টিনন্দন ড্রয়িং স্পেস ও আসবাবপত্র পাবেন। একসাথে অনেকে থাকার জন্য প্রিমিয়াম কটেজ ভাড়া নেবার সুযোগ আছে।
তিনবেলা খাবার জন্য রেস্টুরেন্ট ও বড় ডাইনিং হল পাবেন। বিনোদনের জন্য বড়দের ও বাচ্চাদের আলাদা সুইমিং পুল আছে। রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মত ছোটখাট একটা ব্রিজও আছে। অবসরে বাগান এবং ওয়াটারহাউজে ঘুরতে পারবেন। কর্তৃপক্ষকে বলে রিসোর্টের লেকে মাছ ধরতে পারবেন।
- ঠিকানাঃ সিনাবহ বাজার, কালিয়াকৌর, শফিপুর, গাজীপুর
- বিশেষ সুবিধাঃ ফ্রি পার্কিং, রেস্তোরা, সুইমিং পুল, ওয়াইফাই ইত্যাদি
শেয়ারট্রিপের মাধ্যমে কিভাবে কম খরচে ঢাকার আশেপাশে রিসোর্ট বুক করবেন?
আমরা যেসব রিসোর্টের নাম উল্লেখ করেছি তাদের র্যাক-রেট সাধারণত অনেক বেশি থাকে। তবে চিন্তার কোন কারণ নেই, শেয়ারট্রিপে সারাবছরই হোটেল বুকিং-এ আকর্ষণীয় অফার ও ডিস্কাউন্ট থাকে। তাই কম খরচে ঢাকার আশেপাশে রিসোর্ট বুক করতে শেয়ারট্রিপ সবসময়-ই আছে আপনার সাথে।
আর শুধু ঢাকার আশেপাশের রিসোর্ট-ই নয়, দেশ-বিদেশের যেকোন হোটেল বা রিসোর্ট শেয়ারট্রিপের মাধ্যমে বুক করা সম্ভবঃ
- শেয়ারট্রিপ ওয়েবসাইটের হোটেল পেইজে ভিজিট করবেন
- টেক্সট বক্সে যেকোনো স্থানের বা হোটেলের নাম লিখবেন
- চেক ইন ও চেক আউটের তারিখ বাছাই করবেন
- সার্চ বাটনে ক্লিক করলে শেয়ারট্রিপ আপনাকে সেরা হোটেলের তালিকা দেবে
এভাবে খুঁজলে বিশেষ ছাড়ে অগ্রিম রিসোর্ট ভাড়া নিতে পারবেন। এছাড়া রিসোর্টের বিস্তারিত বর্ণনা, ছবি ও অতিথিদের দেওয়া রেটিং দেখতে পারবেন। সবচেয়ে বড় কথা, অগ্রিম ভাড়া নিলে ভ্রমণ মৌসুমে বা মৌসুমের বাইরে হোটেলে জায়গা পেতে কোনো অসুবিধা হবেনা।
যেকোনো তথ্য জানতে কল করুন +8809617617617 নম্বরে অথবা ইমেইল করুন vacation@sharetrip.net-এড্রেসে।