বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন নগরী রাজশাহী। এখানে বাঘা মসজিদ, সাফিনা পার্ক, কেন্দ্রীয় জাদুঘর, বরেন্দ্র চিড়িয়াখানা, পুঠিয়া রাজবাড়ী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। পরিবার পরিজন নিয়ে নিরিবিলি এসব দেখার জন্য অনেকে ভাল হোটেল খুঁজে। তাই আমাদের আজকের গাইডে রাজশাহীর আবাসিক হোটেল ভাড়া করা নিয়ে কথা বলবো। যারা ভ্রমণ বা পড়াশোনার কাজে রাজশাহী ভ্রমণ করেন, তারা সেরা মানের সুবিধা পেতে আমাদের তালিকার হোটেলগুলোতে উঠতে পারবেন।
রাজশাহী আবাসিক হোটেল লিস্ট
বরেন্দ্র এলাকার প্রাকৃতিক পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাচীন নিদর্শন গুলো দেখতে প্রতি বছর লক্ষাধিক মানুষ রাজশাহী ভ্রমণ করে। তাই সবশ্রেণীর মানুষের থাকার জন্য রাজশাহীতে ভিন্ন ভিন্ন মানের হোটেল আছে।
রাজশাহীর বিলাসবহুল হোটেলসমূহ
রাজশাহীতে বেশ কিছু আন্তর্জাতিক মানের হোটেল আছে। হানিমুন, অনুষ্ঠান বা সাইট সীয়িং করতে এসে খুবই ফিটফাট পরিবেশে থাকার জন্যে এই হোটেলগুলো ভাল হবে। এসব হোটেলে পুল, বার, টেরেস সহ বিভিন্ন অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।
১. গ্রান্ড রিভারভিউ হোটেল, রাজশাহী
ঠিকানাঃ ২৩২ কাজীহাঁটা, রাজশাহী
রাজশাহীর শাহ মাকদুম এয়ারপোর্ট থেকে মাত্র ১০ কিমি দূরে অবস্থিত গ্রান্ড রিভারভিউ হোটেল। এখানে ফিটনেস সেন্টার, লাউঞ্জ, টেরেস, রেস্টুরেন্টসহ আধুনিক সকল সুযোগ সুবিধা আছে। রুমের সাজসজ্জা একেবারে আন্তর্জাতিক মানের। বিশেষ কায়দার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা দেওয়া আছে। রুমের মধ্যে বড় টেবিল ও সিটিং এরিয়াও পাবেন। প্রশস্ত জানালা দিয়ে শহরের ভিউ দেখা যায়। প্রতি রুমেই ইলেক্ট্রিক কেটল আছে, তাই অবসরে টেরেসে বসে চা খেতে খেতে নদী দেখতে পারবেন। হোটেলেই বড় রেস্টুরেন্ট আছে। চাইলে সকালে ব্যুফে ব্রেকফাস্ট করতে পারবেন। এখানে সুইমিং পুল, ফ্রি শাটল সার্ভিস, ফ্রি পার্কিং ও উচ্চগতির ইন্টারনেট কানেকশন পাবেন।
২. রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কন্ডোমিনিয়াম, রাজশাহী
ঠিকানাঃ ২৬ ও ২৭ গণকপাড়া, বোয়ালিয়া, রাজশাহী
অভাবনীয় সৌন্দর্যে মোড়ানো রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কন্ডোমিনিয়াম। এয়ারপোর্ট থেকে দূরত্ব মাত্র ৮ কিমি। এখানকার রুমগুলো বেশ উজ্জ্বল ও পরিপাটি। টেরেস থেকে সারা শহরের ল্যান্ডস্কেপ ভিউ পাবেন। প্রায় সব রুমেই সেফটি ডিপোজিট বক্স আর প্যাশিও আছে। এমনকি রুমের মধ্যে ব্যক্তিগত ব্যবহারের জন্য ফ্রিজ রাখা আছে। সময় কাটানোর জন্য এখানে ভাল মানের ফিটনেস সেন্টার, লাউঞ্জ আর রেস্টেুরেন্ট আছে। এছাড়া ইনডোর পুল সুইমিং করে আথবা স্পা সেন্টারে বিভিন্নরকম থেরাপি নিয়ে ছুটি কাটাতে পারবেন।
৩. হোটেল এক্স রাজশাহী
ঠিকানাঃ চন্ডীপুর রোড, লক্ষ্ণীপুর, রাজশাহী
এয়ারপোর্ট থেকে ১১ কিমি দূরে অবস্থিত হোটেল এক্স ইন্টারন্যাশনাল। এই হোটেলে অভিজাত বাসা বাড়ির আদলে সবকিছু গুছিয়ে রাখা আছে। রুমের ভিতরে সেফটি বক্স, ব্যক্তিগত ওয়াশরুম ও কফি-মেকার পাবেন। সময় কাটানোর জন্য ফিটনেস সেন্টার ও আউটডোর সুইমিং পুল আছে। এছাড়া খাবার জন্য দুটি বড় রেস্টুরেন্ট আছে। হোটেলের রিসেপশনে বাংলা, ইংরেজি, আরবি ও উর্দুভাষী গাইড থাকে। তাই বিদেশী গেস্ট সাথে থাকলে এখানে সবচেয়ে বন্ধুসুলভ সেবা পাবেন।
৪. যাত্রা ফ্ল্যাগশিপ হোটেল, রাজশাহী
ঠিকানাঃ রোড ৪, পদ্মা আবাসিক, রাজশাহী
সেরা মানের সুবিধা পেতে যাত্রা ফ্ল্যাগশিপ হোটেলে থাকতে পারেন। এয়ারেপার্ট থেকে ৮ কিমি দূরে ফোর স্টার হোটেলটি অবস্থিত। হোটেলটির মূল আকর্ষণ এর বেডরুম আর নিরিবিলি পরিবেশ। রুমের বেড অন্যান্য হোটেলের তুলনায় বেশ বড়। ডাবল বেডেই তিনজন থাকা যায়। মূল রাস্তা থেকে একটু দূরে নিরিবিলি আবাসিক এরিয়াতে তৈরি হয়েছে হোটেলটি। আবাসিক ধাচের হবার কারণে আশেপাশের সবকিছুই অনেক বন্ধুসূলভ। এছাড়া সব রুমের ভিতরে ফ্রিজ রাখা আছে।
এছাড়া, বাজেট আরেকটু কম হলে হোটেল নাইস ইন্টারন্যাশনালে থাকতে পারেন।
হোটেল নাইস ইন্টারন্যাশনাল রাজশাহী
ঠিকানাঃ সাহেব বাজার, গণকপাড়া রোড, রাজশাহী
বাজেট-ফ্রেন্ডলি ট্রাভেলারস ও ব্যাচেলরদের জন্য এই হোটেলটি বেশ সাশ্রয়ী। ছোটখাট হোটেলটিতে আলোকসজ্জা বেশ ভালো। অল্প জায়গার মধ্যেই লাউঞ্জ, করিডোর, ব্যালকনিসহ নানারকম সুবিধা আছে। রুমের ফ্লোর ও কার্পেটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার জন্য হোটেলের সাথেই অহনা রেস্তারা নামে একটা রেস্টেুরেন্ট আছে। এছাড়া হোটেলে সেফটি বক্স, সেলুন, লন্ড্রি, গেমিং রুমসহ বিভিন্ন ধরনের সেবা পাবেন।
রাজশাহীর সেরা রিসোর্টসমূহ
রাজশাহীতে ওইরকমের কোনো রিসোর্ট নেই। তবে বড় কম্পাউন্ডসহ রাজকীয় পরিবেশে থাকার জন্য দুটো হাইব্রিড রিসোর্ট পাবেন। সেগুলো হলোঃ অরণ্য রিসোর্ট ও রত্নদ্বীপ রিসোর্ট।
১. অরণ্য রিসোর্ট, রাজশাহী
ঠিকানাঃ আব্দুল মজিদ রোড, রাজশাহী
আব্দুল মজিদ রোডে অবস্থিত অরণ্য রিসোর্ট। সেন্ট্রাল জু এর পাশে হবার কারণে রিসোর্টের চারিদিকেই সবুজ গাছপালা দেখতে পারবেন। রিসোর্টের রুমগুলোতে বিশাল কিং সাইজের বেডে একইসাথে ২ থেকে ৪ জন থাকা যায়। এছাড়া পুরো পরিবার, হানিমুনে আসা কাপল আর বন্ধু বান্ধবদের থাকার জন্য আলাদা ধরণের রুম আছে। রিসোর্টে সুইমিং পুল, পার্কিং স্পেস, উচ্চগতির ইন্টারনেট ও সকালের নাস্তা খাবার সুবিধা পাবেন।
২. রত্নদ্বীপ রিসোর্ট, রাজশাহী
ঠিকানাঃ ঢাকা পাবনা হাইওয়ে রোড, জালালপুর
রাজশাহী যাবার পথে জালালপুরের কাছে ঢাকা পাবনা হাইওয়েতে এই রিসোর্টটি পড়বে। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে দাড়িয়ে আছে রিসোর্টটি। ভিতরে বড় কনফারেন্স রুম, সুইমিং পুল, ওয়াকওয়ে, লেক, অ্যাকুরিয়ামহ বেশ কিছু ফটোজেনিক স্পট আছে। অবসরে কাঠের ব্রিজ দিয়ে পুকুরের মাঝে তৈরি রেস্তোরাতে প্রিয়জনের সাথে লাঞ্চ বা ডিনার করতে পারবেন। রাতে সম্পূর্ণ রিসোর্ট এক বর্ণিল কমলা আভায় ফুটে ওঠে। এখানে বেশ ভাল খাবার ব্যবস্থা আছে। রিসোর্টের সুইমিং পুলে পুল পার্টি করতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে আবাসিক হোটেলসমূহ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা বা জরুরি কাজে এসে অনেকসময় সাধারণ হোটেলে থাকার দরকার হয়। এর জন্য বেশ কিছু কম খরচের হোটেল রয়েছে। অন্য কোথাও জায়গা না পেলে এসব হোটেলে রুম ভাড়া নিতে পারেন।
১. গ্রীন সিটি ইন্টারন্যাশনাল, রাজশাহী
ঠিকানাঃ শেরশাহ রোড, লক্ষ্ণীপুর, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুব কাছের এই হোটেলে ৩১টির বেশি রুম আছে। সিঙ্গেল, ডাবল, টুইন, সুপেরিয়র ও ডিলাক্সসহ সবরকম মানের রুম পাবেন। বেশিরভাগ রুমেই প্লাইউডের বিভিন্ন ফার্নিচার রাখা আছে। এছাড়া রুমে টিভি দেখে সময় কাটাতে পারবেন। পড়াশোনা বা অন্য কোনো স্বল্পমেয়াদী কাজে এলে এখানে উঠতে পারেন। রাজশাহীর লক্ষ্ণীপুরে ৩২০ নম্বর শেরশাহ রোডে গেলে গ্রীন সিটি হোটেলেটি খুঁজে পাবেন।
২. হোটেল মুন, রাজশাহী
ঠিকানাঃ সাহেব বাজার রোড, রাজশাহী
রাজশাহী সাহেব বাজারের আবাসিক হোটেল হলো হোটেল মুন। এখানে কম খরচের মধ্যে থাকতে পারবেন। হোটেল থেকে গাড়িতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে ১০ থেকে ১২ মিনিট সময় লগবে। হোটেলের ভিতরের ডেকোরেশন অনেকটা ফ্ল্যাটবাড়ির মত। বই পড়ার জন্য এখানে ছোট্ট একটি লাইব্রেরি আছে। এছাড়া রুমে টিভি দেখে, ড্রয়িং রুমে নিউজপেপার পড়ে বা গল্প করে সময় কাটাতে পারবেন।
৩. সুকর্ণ হোটেল, রাজশাহী
ঠিকানাঃ মালোপাড়া, রাজশাহী
জরুরী প্রয়োজনে থাকার জন্য সুকর্ণ হোটেল বেশ জনপ্রিয়। বিশেষ করে বাজেট কম থাকলে এখানে রুম ভাড়া নিতে পারেন। স্বল্প পরিসরের মাঝে এখানে একাধিক মানুষ থাকার মত রুমও পেয়ে যাবেন। এখানে সবরকম এসি ও ননএসি রুম আছে। সার্ভিসের তুলনায় ভাড়া নিতান্তই কম, তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে এসেছে এমন শিক্ষার্থীরা চাইলে থাকতে পারে। তবে সাথে গাড়ি থাকলে পার্কিংয়ের জন্য আলাদা চার্জ দিতে হবে।
রাজশাহীর সরকারি আবাসিক হোটেল
বেসরকারি হোটেলগুলো প্রতিযোগীতায় এগিয়ে থাকতে আধুনিক মানের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তার সাথে তাল মিলিয়ে সরকারি মোটেল গুলোও বেশ ভাল সেবা দিচ্ছে। তাই আপনি সরকারি ভাবে পরিচালিত পর্যটন মোটেলেও রুম ভাড়া নিতে পারেন।
পর্যটন মোটেল, রাজশাহী
ঠিকানাঃ আব্দুল মজিদ রোড, রাজশাহী
রাজশাহীর আব্দুল মজিদ রোডে পর্যটন মোটেল অবস্থিত। এখানে ইকোনমি থেকে শুরু করে ভিআইপি স্যুইট সহ বিভিন্ন মানের রুম আছে। একের বেশি মানুষ থাকার জন্য ডাবল, টুইন বা থ্রি বেডের রুম নেওয়া যায়। পর্যটন মোটেলে সুবিধা হিসেবে টেলিফোন, সকালের নাস্তা, রুম হিটার ও ঠান্ডা পানির ব্যবস্থা আছে। পাশাপাশি এখানকার নিজস্ব রেস্তোরাতে বাংলাদেশি, চাইনিজ, থাই ও ডিজার্ট খাবার ব্যবস্থা আছে। মোটেল থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর টিকেট বুক করা যায়।
যেভাবে কম খরচে রাজশাহীর হোটেল রুম ভাড়া করবেন
শেয়ারট্রিপের মাধ্যমে কম খরচে সহজে সব অভিজাত হোটেল ভাড়া করা যায়। এতে বিশেষ ডিস্কাউন্টে থ্রি বা ফোর স্টার হোটেলগুলো বুকিং দেয়া যায়। এভাবে হোটেল নিতে যা যা করতে হবেঃ
- শেয়ারট্রিপের হোটেল মেন্যু তে যাবেন
- গন্ত্যব্যস্থল হিসেবে ‘Rajshahi’ লিখুন
- কতজন থাকবেন এবং কত তারিখে রুম লাগবে নির্বাচন করুন
- সার্চ করে বিশেষ অফারসহ রুমের মূল্য দেখতে পারবেন
শেয়ারট্রিপে রাজশাহী হোটেল বুকিং হবে একদম সহজে!
রাজশাহীর জাদুঘর, শিশুপার্ক, চিড়িয়াখানা ও পদ্মা গার্ডেনের মত স্থাপনাগুলো সময় কাটানোর জন্য যথেষ্ঠ। একসময় রাজশাহীকে সিল্ক সিটি নামে ডাকা হতো। এখানে রয়েছে বাংলার অসংখ্য ঐতিহ্য। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকেও বেশ এগিয়ে আছে রাজশাহী। এতকিছুর সমন্বয়ে জামজমকপূর্ণ শহরটি দেখতে হলে অবশ্যই ভাল মানের হোটেল বুক করে ৩ বা ৪ দিন থাকতে হবে। তাই ঝামেলাবিহীনভাবে ভালো হোটেল পেতে হলে কল করুন +8809617617617 নম্বরে অথবা ইমেইল করুন vacation@sharetrip.net- এড্রেসে।