আজকের লেখায় শ্রীমঙ্গল আবাসিক হোটেল ও রিসোর্টগুলোর ঠিকানা ও সুবিধা নিয়ে কথা বলবো। এই ব্লগ পড়ে শেয়ারট্রিপের মাধ্যমে সহজেই শ্রীমঙ্গল হোটেল বুকিং নিতে পারবেন।
সিলেটের শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। এই শহরের মনোঃমুগ্ধকর সংস্কৃতি ও সভ্যতাকে অসংখ্য কাব্য-কবিতায় বর্ণনা করা হয়েছে। শ্রীমঙ্গলের চা বাগান, পাহাড়, টিলা, হাওড় ও প্রাকৃতিক জীব বৈচিত্রের সমারোহ দেখার জন্য বেশ কিছু জনপ্রিয় রিসোর্ট আছে।
শ্রীমঙ্গলের রিসোর্ট ভাড়া প্রতিরাতে ২৬০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকার উর্ধে যেতে পারে, যা পিক-সিজন ও অফ-সিজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে । একেক রিসোর্টের সুযোগ-সুবিধা একেক রকম তাই ভাড়ায় তারতম্য দেখতে পাবেন। তার সাথে শেয়ারট্রিপের মাধ্যমে হোটেল ও রিসোর্ট বুকিং-এ ডিস্কাউন্ট পেতে পারেন। চলুন শ্রীমঙ্গলের সেরা রিসোর্টগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
শ্রীমঙ্গলের সেরা রিসোর্টসমূহ
শ্রীমঙ্গলে দশটিরও বেশি আন্তর্জাতিক মানের রিসোর্ট আছে। তার মধ্যে আমরা সাজসজ্জা ও অফার বেশি থাকে এরকম সাতটি রিসোর্টের তালিকা করেছি। রিসোর্টগুলোতে আপনার সামর্থ্য অনুযায়ী খুব ছোট রুম থেকে শুরু করে বিশালাকার ভিলা ভাড়া নিতে পারবেন। এখানে পারিবারিক ভ্রমণ, হানিমুন, বিয়ের অনুষ্ঠান ও কর্পোরেট টুরসহ সবকিছুই করা যায়। চলুন রিসোর্টগুলোর নাম জেনে নিই।
শ্রীমঙ্গলের সেরা রিসোর্টগুলো হলো:
- দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট
- দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা
- গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ
- বালিশিড়া রিসোর্ট
- টি ভিলা লাক্সারি রিসোর্ট
- নভেম ইকো রিসোর্ট
- শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম
দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট
ঠিকানাঃ- দ্য প্যালেস, পুটিঝুড়ি, সিলেট
বাংলাদেশের বৃহৎ রিসোর্টগুলোর মধ্যে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট অন্যতম। রিসোর্টটি শ্রীমঙ্গলের ২৫ কিমি দূরে হবিগঞ্জের বাহুবলে অবস্থিত। এখানকার রুমগুলো আধুনিক সকল সুবিধা সংবলিত। থাকার জন্য টাওয়ার বিল্ডিং, ভিলা, কটেজসহ সবরকমের রুম পাবেন। কিছু রুম থেকে সরাসরি ঝর্ণা ও বাগান উপভোগ করা যায়। এখানে সময় কাটানোর জন্য পর্যাপ্ত জায়গা ও ব্যবস্থা আছে।
অ্যাডভেঞ্চার ভালবাসলে ট্রেইল ধরে হাইকিং করতে পারবেন। আবার হাঁটলে কষ্ট হলে বাইসাইকল নিয়ে ঘুরে আসতে পারেন। নৌকা ভ্রমণের জন্য এখানে বেশ সুন্দর লেকও আছে। ভ্রমণ স্মরণীয় করতে লেকে নিজের ধরা মাছ দিয়ে ডিনার করতে পারবেন। এছাড়া বন্ধুদের নিয়ে বেড়াতে গেলে ফুটবল, ব্যাডমিন্টন, গোলক ধাঁধাঁসহ অনেক রকম বিনোদন মাধ্যম পাবেন।
প্রিয়জনকে নিয়ে মুভি দেখার জন্য এখানে একটা থিয়েটার আছে।। আর খাবারের কথা বলতে গেলে, এখানে সাইগো, রেভোলুশন, অলিভ, অ্যারাবিয়ান লাউঞ্জ-এর মত রেস্তারাতে মাল্টি ক্রুজিন খাবার পাবেন। অবসর কাটানোর জন্য সুইমিং পুল আর টার্কিশ বাথের বন্দোবস্ত করা যায়।
দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা
ঠিকানাঃ- নিতেশ্বর, গিয়াসনগর, মৌলভীবাজার, সিলেট
সিলেটে সেরা মানের বুটিক ভিলার প্রয়োজন হলে অনায়াসে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা-তে বুকিং করতে পারেন। শ্রীমঙ্গল মূল শহর থেকে মাত্র ২২ মিনিট ড্রাইভ করে এখানে যাওয়া যায়। চারপাশে পুকুর ও লেকের মত দারুণ প্রাকৃতিক স্থাপনা নিয়ে বানানো হয়েছে রিসোর্টটি। এখানে ঢুকেই হাজার হাজার গাছ ও টিলা চোখে পড়বে। এখানে মোট ৬৪টির বেশি শীতাতপ নিয়ন্ত্রিত রুম আছে। রুমে বড় জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়।
সব রুমেই সিটিং এরিয়া, ডাইনিং স্পেস ও বিনোদনের ব্যবস্থা আছে। ওয়াশরুমে সেরা মানের জিনিসপত্র রাখা থাকবে। অতিরিক্ত সুবিধা হিসেবে এখানে বেশ ভাল স্পা ও ফিটনেস সেবা পাওয়া যায়। খেলাধুলার জন্য বাইরে টেনিস খেলার কোর্ট রয়েছে। এছাড়া পরিবার বা প্রিয়জনের সাথে পুলে নেমে আনন্দঘন সময় কাটাতে পারবেন।
খাবার জন্য এখানে বেশ কিছু রেস্তোরা ও কফিশপ আছে। সেখানে ভারতীয় বা উপমহাদেশীয় জনপ্রিয় সকল খাবার পাবেন। তরুণ ও বিদেশীদের জন্য এখানে সবরকম জুস ও পানীয়সহ বিশেষ বার আছে।
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ
ঠিকানাঃ- মৌলভী বাচার হাইওয়ে, ভানুগাছ রোড
শ্রীমঙ্গলের আরো একটি পাঁচ তারকা রিসোর্ট হলো গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। এখানকার আথিয়েতা, আরাম আয়েশের ব্যাবস্থা আর আসবাবপত্র সবই দর্শনার্থীদের নজর কাড়বে। বিভিন্ন রকম সুবিধার ১৩৫টির বেশি রুম আছে এই রিসোর্টে। অতিথিদের সুবিধার জন্য সব রুমেই মিনিবার ও লকার আছে। এছাড়া রুমের ভিতরে ফ্রিজ, কফি মেকার, কেটল, বসার টুল এসবও থাকবে।
রিসোর্টে থাকা গলফ কোর্ট এখানকার অন্যতম আকর্ষণ। খেলা শেষে সুইমিং পুলে ঠান্ডা পানিতে বিশ্রাম নিতে পারবেন। খাবারের জন্য এখানকার ফোয়ারা ডাইন খুব জনপ্রিয়। ডাইনে আন্তর্জাতিক মানের সকল খাবার পাবেন। ছোটখাট নাস্তার জন্য দুটো কফিশপ আছে। গরম বাষ্পে গোসল করার জন্য স্পা ও সৌনা আছে। যারা ম্যাসাজ পছন্দ করেন এখানে অভিজ্ঞ মানুষের হাতে থাই ম্যাসাজ আর বডি স্ক্রাব সার্ভিস পাবেন। এছাড়া বিভিন্ন রকমের থেরাপিও পেতে পারেন।
বালিশিড়া রিসোর্ট
ঠিকানাঃ- ইস্পাহানি রোড, রাঁধানগর, শ্রীমঙ্গল
কেবিন হাউজের মত ছিমছাম পরিবেশে সাজানো বালিশিড়া রিসোর্ট। শ্রীমঙ্গল ও হিলির বনের খুব কাছেই এটি অবস্থিত। কর্মব্যস্ততা ভূলে স্নিগ্ধ প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এটা সেরা জায়গা। এখানকার প্রত্যেকটি ইউনিটে আলাদা বসার জায়গা, টিভি দেখার ব্যবস্থা, আর কাঠের কারুকাজ করা দরজা-জানালা আছে। সব রুম থেকেই জানালা দিয়ে বাইরের টিলা ও সবুজ পরিবেশন দেখা যায়।
আপনার সাথে পরিবার ও বাচ্চা থাকলে ইনডোর ও আউটডোরে বিভিন্ন রকম খেলায় অংশগ্রহণ করা যায়। এখানে রেস্তোরাতে দেশী ও চাইনিজ খাবার ব্যাবস্থা আছে। সাথে প্রত্যেকদিন সকালে উপমহাদেশীয়, ভেজিটেরিয়ান আর হালাল খাবার দিয়ে নাস্তা সেরে নেয়া যায়। এই রিসোর্টে অবসর কাটানোর জন্য ইনডোর পুল আছে। বিদেশী পর্যটকদের জন্য মিনিবারের ব্যবস্তা আছে।
টি ভিলা লাক্সারি রিসোর্ট
ঠিকানাঃ- মাইজদী, ভৈরব, শৃমঙ্গল
ছোট-খাট প্রাসাদের মত দেখতে টি ভিলা লাক্সারি রিসোর্ট শ্রীমঙ্গলের অন্যতম জনপ্রিয় থাকার জায়গা। শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের মাঝে এটি অবস্থিত। এখানে ভিলাগুলো খুবই সুন্দর করে সাজানো। অতিথিরা তাদের পছন্দমত রুম অথবা সম্পূর্ণ ভিলা ভাড়া নিতে পারে।
রিসোর্টের রুমগুলো রাজকীয় নকশার খাট ও আসবাবপত্র দিয়ে সাজানো। লাউঞ্জে আড্ডা দেওয়ার জন্য চামড়ার সীটের বানানো সোফা আছে। এখানে থেকে শ্রীমঙ্গলের সতেজ আবহাওয়া উপভোগ করা যায়। বিশেষ করে যারা বাইরে ঘোরাঘুরি কম করতে বা কোনো ধরনের ব্যাবসায়ীক মিটিংয়ে অংশগ্রহণ করতে পছন্দ করে তাদের জন্য রিসোর্টটি উপযুক্ত।
নভেম ইকো রিসোর্ট
ঠিকানাঃ- বিশামনি, শ্রীমঙ্গল
বাংলাদেশের “টি সেন্টার” নামে পরিচিত শ্রীমঙ্গলের বিশামনিতে নভেম ইকো রিসোর্ট অবস্থিত। লাউয়াছড়া ন্যাশনাল পার্ক থেকে এটি মাত্র ৪ কিমি দূরে। রিসোর্টের নকশা কিছুটা পাহাড়ি ঘরের আদলে করা হয়েছে। সরাসরি প্রকৃৃতির সাথে আত্মস্থ হতে চাইলে এই রিসোর্ট আপনার সেরা গন্তব্য হবে। কাঠের ঘর, সিঁড়ি ও টিলা টপকে এখানকার রুমে যেতে হয়। মাড হাউজের মত অনেক রুম আছে এখানে।
যারা খুব বিলাসীতা না করে সাধারণ ভাবে থাকতে পছন্দ করেন তারা অনায়াসে এখানে যেতে পারেন। রুমের পাশাপাশি বাইরে সময় কাটানোর জন্য এখানে আউটডোর সুইমিং পুল, বড় কনফারেন্স রুম, স্পোর্টস রুম, আর ব্যাডমিন্টন কোর্ট আছে। কাঠের ব্রিজে হেঁটে বা ছবি তুলে বেশ ভালো সময় কাটাতে পারবেন। শ্রীমঙ্গলের মানুষের জীবনযাপন দেখাতে হলে রিসোর্টের কাছেই অনেক আদিবাসী গ্রাম আছে।
শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম
ঠিকানাঃ- ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গল মূল শহর থেকে ৩ কিমি দূরে শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম অবস্থিত। এটা ‘বাংলাদেশ চা বোর্ডে’-এর একটা অংশ। রিসোর্টের পাশেই ভাড়াউড়া চা বাগান খুঁজে পাবেন। এখানে সকল আধুনিক সুবিধাসহ ব্রিটিশ পিরিয়ডের সময়কার বাংলো আছে। রিসোর্ট থেকে হেঁটে লাউয়াছড়া পার্কে ঘুরে বেড়ানো যায়।
বাংলো বাড়ির বাইরে আউটডোর পার্ক, সুইমিং পুল, টেনিস লন, ব্যাডমিন্টন কোর্ট ইত্যাদি জায়গাতে সময় কাটানো যায়। এই রিসোর্টে খাবার সুবিধা বেশ ভালো। বিভিন্ন রকম এশিয়ান, উপমহাদেশীয় ও আন্তর্জাতিক ক্রজিনের খাবার পাওয়া যায়। ইকোনমিক মানের রুমের জন্য এটা নিঃসন্দেহে শ্রীমঙ্গলের সেরা রিসোর্ট।
যেভাবে শ্রীমঙ্গলে যাবেন
এবার আমরা জেনে নেবো কখন শ্রীমঙ্গল যাবেন, কিভাবে যাবেন আর কিভাবে রিসোর্ট ভাড়া নেবেন। আপনি বিশেষ মৌসুমে বাস, ট্রেন বা বিমানে করে শ্রীমঙ্গলে যেতে পারবেন। অগ্রিম বুকিং নিয়ে গেলে বেশ কম টাকায় সেরা সুবিধার রিসোর্টে থাকা যায়।
বিমানে শ্রীমঙ্গলে যাবার উপায়
শেয়ারট্রিপের ফ্লাইট পেজে গিয়ে গন্তব্যস্থল হিসেবে সিলেট সেট করে নিন, তারপর কোন ধরনের টিকেট হবে এবং কত তারিখের টিকেট লাগবে সিলেক্ট করে সার্চ করলেই এয়ারলাইন্সগুলোর নাম ও টিকেটের মূল্য জানতে পারবেন। মৌসুম ও পরিস্থিতি অনুযায়ী মাত্র ৩,১০০ টাকায় ঢাকা টু সিলেট ডোমেস্টিক ফ্লাইটের টিকেট পেয়ে যেতে পারেন।
শ্রীমঙ্গল ভ্রমণের সেরা সময়
বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারিতে ভ্রমণার্থীদের শ্রীমঙ্গল যাবার সমারোহ পড়ে যায়। এসময় পূর্ণিমাতে মনিপুরীদের বিভিন্ন উৎসব দেখে আসা যায়। তবে শীতকালে বেশি মানুষের কারণে বিমান ও রিসোর্টের ভাড়া তুলনামূলক বেশি হতে পারে। কিন্তু আপনি শেয়ারট্রিপের মাধ্যমে খুব সহজে বুক করতে পারেন।
যেভাবে শ্রীমঙ্গলে রিসোর্ট বুক করবেন
আমাদের তালিকায় দেওয়া রিসোর্টগুলো বেশ কম খরচে মূল্যহ্রাস-সহ অগ্রিম ভাড়া নিতে পারবেন। এজন্য রিসোর্টের নামের লিংকে ক্লিক করে এভেইলেবিলিটি চেক করতে পারেন অথবা এই লিস্ট থেকে পছন্দের রিসোর্ট খুঁজতে পারেন। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্য কোনো দিনে গেলে ভাড়া ও থাকা নিয়ে কোনো সমস্যা হবেনা।
আপনার পছন্দের শ্রীমঙ্গল রিসোর্ট ও হোটেল বুক করুণ শেয়ারট্রিপের মাধ্যমে!
সিলেট বাংলাদেশের অন্যতম সুন্দর বিভাগ আর শ্রীমঙ্গল সিলেটের সবচেয়ে আকর্ষণীয় পর্যটনস্থান। তাই সুযোগ থাকলে অবশ্যই ঐতিহাসিক এই চায়ের রাজ্যে ঘুরে আসতে পারেন। যেকোন হোটেল বা রিসোর্ট বুক করতে ও ভ্রমণ বিষয়ক যেকোনো তথ্য পেতে ইমেইল করুন vacation@sharetrip.net -এ এবং কল করুন +8809617617617 নম্বরে।