এই ব্লগে জানতে পারবেন বাংলাদেশের সকল অভ্যন্তরীণ বিমান ও রুট নিয়ে।
বাংলাদেশে অভ্যন্তরীণ বিমান যাত্রার জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। বাসের মত জ্যামে বসে থাকার ঝামেলা না থাকায় যাত্রীদের কাছে ডোমেস্টিক ফ্লাইট এখন বেশ সুবিধাজনক। তাছাড়া বর্তমানে আগের চেয়ে প্রায় অর্ধেক টাকাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর টিকেট বুকিং নেওয়া সম্ভব।
তাই আজ আমরা ডোমেস্টিক এয়ার টিকেট কোথায় পাবেন এবং কোন কোন এয়ারলাইন্স থেকে টিকেট ক্রয় করা যায় বিস্তারিত দেখে নেবো। পাশাপাশি রাজশাহী টু ঢাকা, সিলেট টু ঢাকা, অথবা সৈয়দপুর টু ঢাকা-সহ অভ্যন্তরীণ সকল রুটের ফ্লাইট সিডিউল ও ভাড়া জেনে নেবো। সবকিছু জানলে শেয়ারট্রিপের মাধ্যমে বিশেষ ছাড়ে অনলাইনে সরাসরি এয়ার টিকেট বুকিং করতে পারবেন।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান সংস্থাসমূহ—
বাংলাদেশে বর্তমানে ৪টি ডোমেস্টিক ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স আছে। এসব এয়ারলাইন্সে ঢাকা থেকেই বিমান পরিচালনা করা হয়ে থাকে। অর্থাৎ দেশের বেশিরভাগ বিমানবন্দর থেকে ঢাকাতে ফিরে আসা যায়। শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি কক্সবাজার গিয়ে আবারো একই রুটে ফিরে আসা যায়। বিমান সংস্থাগুলো হচ্ছে—
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই বাংলাদেশের জাতীয় পতাকা বহন করতে পারে। ‘বলাকা’ নামে এদের সদর দপ্তর ঢাকার কুর্মিটোলাতে অবস্থিত। এদের অভ্যন্তরীণ বিমান ভাড়া বেশ কম হয়।
ইউএস বাংলা এয়ারলাইন্স
বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা হলো ইউএস বাংলা এয়ারলাইন্স। এদের প্রধান কার্যালয় ঢাকার বারিধারাতে এবং অন্য কার্যালয় ঢাকার উত্তরাতে অবস্থিত।
নভোএয়ার
বাংলাদেশের বহুল পরিচিত এয়ারলাইন্স নভোএয়ার। ২০০৭ সাল থেকে এরা অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। এদের প্রধান কার্যালয় ঢাকাতে।
এয়ার অ্যাস্ট্রা
এয়ার অ্যাস্ট্রা বাংলাদেশের নতুন বিমান সংস্থা। এরা প্রথম থেকেই অভ্যন্তরীণ যাত্রীদের সুন্দর ও আরাদায়ক যাত্রার সুযোগ দিচ্ছে। ঢাকার উত্তরাতে এদের প্রধান কার্যালয় অবস্থিত।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান রুটসমূহ—
বাংলাদেশে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রধান ১০টি রুট রয়েছে। রুটগুলোতে প্রত্যেকটি বিমান সংস্থা ওয়ান ওয়ে ও রাউন্ড ট্রিপের সুবিধা দিয়ে থাকে। এসব রুটে বিমান বাংলাদেশ, ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারে ফ্লাইট সবসময় চালু পাবেন। অন্য ফ্লাইট বিভিন্ন কারণে দেরি হতে পারে। রুটগুলো হলো—
- ঢাকা টু চট্টগ্রাম টু ঢাকা
- ঢাকা টু কক্সবাজার টু ঢাকা
- ঢাকা টু সিলেট টু ঢাকা
- ঢাকা টু রাজশাহী টু ঢাকা
- ঢাকা টু যশোর টু ঢাকা
- ঢাকা টু সৈয়দপুর টু ঢাকা
- সৈয়দপুর টু কক্সবাজার টু সৈয়দপুর
- ঢাকা টু বরিশাল টু ঢাকা
- চট্টগ্রাম টু কক্সবাজার টু চট্টগ্রাম
- সিলেট টু কক্সবাজার টু সিলেট
বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান রুটের ভাড়া ও সময়সূচি—
বিমান টিকেটের কোনো নির্দিষ্ট ভাড়া থাকেনা। কারণ ভ্রমণ মৌসুম, যাত্রীর সংখ্যা ও বিমান সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া পরিবর্তন হয়। এবার আমরা ২০২৩-এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের পপুলার কিছু রুটের বিমান ভাড়া ও সময়সূচি কেমন হতে পারে সংক্ষেপে দেখে নেবো—
-
ঢাকা টু চট্টগ্রাম টু ঢাকা ফ্লাইট সিডিউল ও ভাড়া
ঢাকা টু চট্টগ্রাম রুটে ৩,০০০ টাকার আশেপাশে ওয়ান ওয়ে ও ৮,০০০ টাকার আশেপাশে রাউন্ড ট্রিপের টিকেট কিনতে পারবেন। ফ্লাইটে সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ মিনিট সময় লাগবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া অন্যরা সারাবছর একই সময়সূচী মেনে চলে করে।
বিমান সংস্থা |
ঢাকা টু চট্টগ্রাম (সময়) |
চট্টগ্রাম টু ঢাক (সময়) |
---|---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স |
০৫ঃ৪৫ ০৭ঃ২০ ০৯ঃ০০ ১০ঃ০০ ১২ঃ৩০ ১৫ঃ১৫ ১৬ঃ০০ ১৬ঃ৪৫ ১৯ঃ৪৫ ২০ঃ০০ |
০০ঃ১৫ ০৬ঃ৩০ ০৭ঃ৩৫ ০৭ঃ৪৫ ০৭ঃ৫০ ০৮ঃ১০ ০৮ঃ৫০ ১০ঃ০০ ১০ঃ৫০ ১২ঃ৩৫ ১৩ঃ২৫ ১৩ঃ৫০ ১৪ঃ০৫ ১৪ঃ৩৫ ১৬ঃ২০ ২১ঃ০৫ ২৩ঃ০৫ |
ইউএস বাংলা এয়ারলাইন্স |
০৭ঃ৪৫ ১০ঃ০০ ১২ঃ৫০ ১৫ঃ০০ ১৬ঃ১৫ ১৮ঃ৩৫ ১৯ঃ৩০ |
০৯ঃ১০ ১১ঃ২৫ ১৪ঃ১৫ ১৬ঃ২৫ ১৭ঃ৪০ ২০ঃ০০ ২০ঃ৫৫ |
নভোএয়ার |
০৭ঃ৪৫ ১১ঃ১০ ১৫ঃ০০ ১৭ঃ০০ ১৯ঃ২০ |
০৯ঃ১০ ১২ঃ৩৫ ১৬ঃ২৫ ১৮ঃ২৫ ২০ঃ৪৫ |
-
ঢাকা টু কক্সবাজার টু ঢাকা ফ্লাইট সিডিউল ও ভাড়া
ঢাকা থেকে কক্সবাজারে যেতে মাত্র ১ ঘন্টা সময় লাগে। টিকেট কিনতে ৫,০০০ টাকার আশেপাশে খরচ হবে। তাই সড়কপথে না গিয়ে বিমানে গেলে কোনো সময় নষ্ট না করেই প্রয়োজনীয় কাজ ও ভ্রমণ শেষ করতে পারবেন।
বিমান সংস্থা |
ঢাকা টু কক্সবাজার (সময়) |
কক্সবাজার টু ঢাকা (সময়) |
---|---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স |
০৭ঃ২০ ১৪ঃ১৫ ১৫ঃ৪৫ |
০৯ঃ৪৫ ১৫ঃ৫০ ১৬ঃ৫৫ ১৭ঃ১৫ ১৭ঃ২০ |
ইউএস বাংলা এয়ারলাইন্স |
০৭ঃ৪৫ ০৯ঃ৩০ ১০ঃ৪৫ ১২ঃ৩৫ ১৩ঃ৩০ ১৪ঃ৩০ ১৫ঃ৪০ |
০৯ঃ২০ ১১ঃ০৫ ১২ঃ২০ ১৪ঃ১০ ১৫ঃ০৫ ১৬ঃ০৫ ১৭ঃ১৫ |
নভোএয়ার |
০৭ঃ৪৫ ০৮ঃ৩০ ০৯ঃ০০ ১১ঃ০০ ১২ঃ২০ ১৪ঃ২০ ১৫ঃ৪০ |
০৯ঃ২০ ১০ঃ০৫ ১০ঃ৩৫ ১২ঃ৩৫ ১৩ঃ৫৫ ১৫ঃ৫৫ ১৭ঃ১৫ |
-
ঢাকা টু সিলেট টু ঢাকা ফ্লাইট সিডিউল ও ভাড়া
সিলেটের স্থানীয় বাসিন্দারা বিমানে আসা যাওয়া করতেই স্বাচ্ছন্দ্য পায়। ঢাকা থেকে সিলেটে প্রতিটি ফ্লাইটে মাত্র ৪৫ মিনিট সময় লাগে। এক্ষেত্রে ৩,০০০ টাকা থেকে ৫,০০০ টাকার আশেপাশে খরচ হয়।
বিমান সংস্থা |
ঢাকা টু সিলেট (সময়) |
সিলেট টু ঢাকা (সময়) |
---|---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স |
০১ঃ১০ ০২ঃ৩০ ০৩ঃ৫০ ০৪ঃ৩০ ০৪ঃ৩৪ ০৪ঃ৪০ ১১ঃ০০ ১২ঃ২০ ১৩ঃ০০ ১৬ঃ৪৫ |
০২ঃ৩০ ০৩ঃ৫০ ০৫ঃ১০ ০৫ঃ৫৫ ০৫ঃ৫৯ ০৬ঃ৩০ ০৭ঃ৩৫ ০৮ঃ১০ ০৯ঃ৫৫ ১১ঃ১৫ ১২ঃ২০ ১২ঃ৩৫ ১৩ঃ৩৫ ১৪ঃ০৫ |
ইউএস বাংলা এয়ারলাইন্স |
০৮ঃ০০ ১১ঃ৩০ ১৩ঃ৩০ ১৯ঃ০০ |
০৯ঃ২০ ১২ঃ৫০ ১৪ঃ৫০ ২০ঃ২০ |
নভোএয়ার |
০৮ঃ১৫ ১২ঃ০০ ১৯ঃ০০ |
০৯ঃ৩৫ ১৩ঃ২০ ২০ঃ২০ |
-
ঢাকা টু রাজশাহী টু ঢাকা ফ্লাইট সিডিউল ও ভাড়া
ঢাকা থেকে রাজশাহী যেতে ৫০ মিনিটের মত সময় লাগে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া অন্য সব এয়ারলাইন্সের সময়সূচি সারাবছর একই থাকে। টিকেট কিনতে ওয়ান ওয়ে ট্রিপে ৩,০০০ টাকার আশেপাশে ও রাউন্ড ট্রিপে ৮,০০০ টাকার আশেপাশে খরচ হবে।
বিমান সংস্থা |
ঢাকা টু রাজশাহী (সময়) |
রাজশাহী টু ঢাকা (সময়) |
---|---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স |
০৭ঃ৩০ ১০ঃ১০ ১৫ঃ৩০ ১৬ঃ১৫ ১৬ঃ৪৫ ১৭ঃ১৫ |
১৬ঃ৪৫ ১৭ঃ৫৫ ১৮ঃ২৫ |
ইউএস বাংলা এয়ারলাইন্স |
১০ঃ০০ ১৬ঃ০০ |
১১ঃ২০ ১৭ঃ২০ |
নভোএয়ার |
১৬ঃ৪৫ |
১৮ঃ০০ |
-
ঢাকা টু যশোর টু ঢাকা ফ্লাইট সিডিউল ও ভাড়া
মাত্র ৪০ মিনিটে ঢাকা থেকে যশোর যাওয়া যায়। এই রুটে যেতে ওয়ান ওয়ে ট্রিপে ৩,৫০০ টাকার আশেপাশে আর রাউন্ড ট্রিপে ৮,০০০ থেকে ১০,৫০০ টাকার আশেপাশে খরচ হবে।
বিমান সংস্থা |
ঢাকা টু যশোর (সময়) |
যশোর টু ঢাকা (সময়) |
---|---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স |
০৮ঃ৪৫ ১৭ঃ৪৫ |
০৯ঃ৫৫ ১৮ঃ৫৫ |
ইউএস বাংলা এয়ারলাইন্স |
০৯ঃ৩০ ১১ঃ০০ ১৩ঃ৫০ ১৬ঃ০৫ ১৭ঃ৪৫ ১৮ঃ৪৫ ২০ঃ০০ |
১০ঃ৪৫ ১২ঃ১৫ ১৫ঃ০৫ ১৭ঃ২০ ১৯ঃ০০ ২০ঃ০০ ২১ঃ১৫ |
নভোএয়ার |
০৯ঃ১৫ ১১ঃ৫০ ১৪ঃ১০ ১৭ঃ৩০ ২০ঃ০০ |
১০ঃ২৫ ১৩ঃ০০ ১৫ঃ২০ ১৮ঃ৪০ ২১ঃ১০ |
-
ঢাকা টু সৈয়দপুর টু ঢাকা ফ্লাইট সিডিউল ও ভাড়া
ঢাকা টু সৈয়দপুর এর টিকেট মূল্য ওয়ার ওয়ে ট্রিপে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে ও রাউন্ড ট্রিপে ৭,০০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। দিন বিশেষে মূল্য কমে যায় আর ফ্লাইটে সর্বোচ্চ ১ ঘন্টা সময় লাগে।
বিমান সংস্থা |
ঢাকা টু সৈয়দপুর (সময়) |
সৈয়দপুর টু ঢাকা (সময়) |
---|---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স |
০৯ঃ০০ ১৩ঃ০০ ১৮ঃ১৫ |
১০ঃ২০ ১৪ঃ২০ ১৬:০০ ১৯ঃ৩৫ |
ইউএস বাংলা এয়ারলাইন্স |
১০ঃ০০ ১২ঃ০০ ১৪ঃ০৫ ১৭ঃ০০ ১৯ঃ৩০ |
১২ঃ০০ ১৩ঃ৩০ ১৫ঃ৩৫ ১৮ঃ৩০ ২১ঃ০০ |
নভোএয়ার |
১০ঃ৫০ ১৪ঃ০০ ১৭ঃ৫০ ২০ঃ০০ |
১২ঃ২০ ১৫ঃ৩০ ১৯ঃ২০ ২১ঃ৩০ |
-
সিলেট টু কক্সবাজার টু সিলেট ফ্লাইট সিডিউল ও ভাড়া
সিলেট থেকে কক্সবাজারে যেতে সর্বোচ্চ ১ ঘন্টা ৩০ মিনিট লাগে। ওয়ান ওয়ে ট্রিপে ৪ থেকে ৯ হাজার টাকার আশেপাশে ও রাউন্ড ট্রিপে ৭,০০০ থেকে ১৯ হাজার টাকার আশেপাশে খরচ হবে। এয়ারলাইন্স ও যাত্রী চাহিদার জন্য দামের তারতম্য বেশি হয়।
বিমান সংস্থা |
সিলেট টু কক্সবাজার (সময়) |
কক্সবাজার টু সিলেট (সময়) |
---|---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স |
১২ঃ০০ ১২ঃ৪৫ |
১৩ঃ৩০ ১৪ঃ৪৫ |
নভোএয়ার |
সময়সূচি পরির্তনশীল |
সময়সূচি পরির্তনশীল |
কিভাবে অভ্যন্তরীণ বিমানের টিকেট কম ভাড়ায় পাবেন?
শেয়ারট্রিপে সারা বছরই ফ্লাইট বিষয়ক বিভিন্ন অফার ও ডিস্কাউন্ট চলতে থাকে। এছাড়া বিকাশের মাধ্যমে ডোমেস্টিক ফ্লাইট বুক করলেও ডিস্কাউন্ট পেতে পারেন। ব্যাবহার করতে পারেন কুপন কোড-ও, যার মাধ্যমে বিমান খরচ বেশ খানিকটা কমাতে পারবেন।
- শেয়ারট্রিপের ফ্লাইট-এ গিয়ে আপনার গন্তব্যস্থান লিখুন, ওয়ান-ওয়য়ে ট্রিপ অথবা রাউন্ড-ট্রিপ বাছাই করে ফ্লাইট সার্চ করুন। এভাবে একটি পেইজ-এই সব এয়ারলাইনসের ভাড়ার তালিকা দেখতে পারবেন।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তুলনামূলক কম খরচে ডোমেস্টিক ফ্লাইটের সুযোগ দেয়। যদি বাজেট-ফ্রেন্ডলি ডোমেস্টিক ট্রিপ-ই হয় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ , তাহলে বিমান বাংলাদেশের টিকেট নিতে পারেন।
ডোমেস্টিক এয়ার টিকেট কিনতে কি কি প্রয়োজন হয়?
শুধুমাত্র আন্তর্জাতিক ফ্লাইটের জন্য পাসপোর্ট প্রয়োজন হয়। কিন্তু অভ্যন্তরীণ বিমান টিকেট কিনতে কোনো পাসপোর্ট দরকার হবেনা। তবে নিজের ও অন্যের নিরাপত্তার জন্য অবশ্যই জাতীয় পরিচয়-পত্র সাথে রাখা লাগবে। জাতীয় পরিচয়-পত্র না থাকলে জন্ম নিবন্ধন-পত্র বা স্কুল-কলেজের সার্টিফিকেট নিয়ে টিকেট কিনতে পারবেন।
শেয়ারট্রিপের সাথে অভ্যন্তরীণ বিমান ভ্রমণকে করুন আরও সহজ!
কিছুদিন পরের ফিরতি টিকেটসহ অগ্রিম টিকেট কিনলে খরচ অনেক কমে যায়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্যদিনে টিকেট কিনলে কম খরচ হবে। তাই কখন ভ্রমণে যাবেন, কয়দিন পর ফিরতি টিকেট নিবেন সবকিছু পূর্ব পরিকল্পনা করে রাখবেন। এছাড়া ডোমেস্টিক ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইমেইল করুন ask@sharetrip.net এ অথবা কল করুন +8809617617617- নম্বরে।