ভারতীয় উপমহাদেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল কলকাতা। কলকাতার ঐতিহাসিক সকল স্থাপনা ঘুরে দেখতে হলে তিন থেকে চারদিন নিউ মার্কেট এলাকার কাছাকাছি থাকতে হবে। এছাড়া বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসার কাজে গেলে অনেকে এই এলাকাকেই বেছে নেন। তাই আজ আমরা কলকাতা নিউ মার্কেটের আবাসিক হোটেলগুলোর সুবিধা নিয়ে কথা বলবো।
কলকাতার নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, পার্ক স্ট্রিট, ও রফি আহমেদ রোডে অসংখ্য নামী-বেনামী হোটেল রয়েছে। প্রথমবার ভ্রমণে গেলে এত বড় তালিকা থেকে সেরা হোটেল খুঁজে নেওয়া কষ্টকর হয়। এজন্য আমরা নিউ মার্কেটের আশেপাশের সব বিলাসবহুল হোটেলের তালিকা তৈরি করেছি, সাথে কম খরচে থাকার জন্য কিছু হোটেলের নাম-ও উল্লেখ করেছি। হোটেলগুলোর ঠিকানা ও সুবিধা জানার পর শেয়ারট্রিপের মাধ্যমে খুব সহজে ও কম খরচে “সিটি অব জয়” নামের কলকাতা শহরে লম্বা ভ্রমণে যেতে পারবেন!
কলকাতা নিউ মার্কেট এলাকার হোটেলসমূহ
কলকাতায় থাকার জন্য বেশ কিছু হোটেল ও গেস্ট হাউজ রয়েছে। কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলগুলোর মধ্যে দুই তারকা, তিন তারকা, আবাসিক ও অনাবাসিক সব রকমের হোটেল আছে। ভাল হোটেলগুলোতে রুম ও রুমের বাইরে আরাম করার জন্য বিলাসবহুল ব্যবস্থা আছে। এরকম সেরা ৭টি থাকার হোটেল হলো—
- দি ওবেরয় গ্র্যান্ড কলকাতা
- দি এলজিন ফেয়ারলন
- হোটেল প্রেসিডেন্সি ইন
- ললিত গ্রেট ইস্টার্ন হোটেল
- ট্রিবো ট্রিস্ট দে এমপেরেসা
- দ্য পার্ক কলকাতা
- সার্ভিস অ্যাপার্টমেন্টস
উন্নতমানের এসব হোটেলে একা অথবা পরিবার-পরিজন নিয়ে থাকার জন্য সবরকম রুম পাবেন। এখানে সিঙ্গেল, ডাবল, এসি, নন-এসি, স্যুট-সহ সবরকম রুম পাওয়া যায়। এবার সংক্ষেপে প্রত্যেকটা হোটেলের ঠিকানা ও বিশেষ সুবিধাগুলো জেনে নেয়া যাক—
১. দি ওবেরয় গ্র্যান্ড কলকাতা
ঠিকানা: ১৫, জহরলাল নেহেরু রোড, ৫৬০০০১ কলকাতা
“কলকাতার গর্ব” নামে পরিচিত হোটেল দি ওবেরয় গ্র্যান্ড কলকাতা। হোটেলটি শিয়ালদহ রেল স্টেশন থেকে ৩ কিলোমিটার ও হাওড়া রেল স্টেশন থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা এয়ারপোর্ট থেকে এখানে গাড়িতে যেতে ৪৫ মিনিট সময় লাগে। নিউ মার্কেট থেকে মাত্র ২০০ মিটার দূরে গেলেই হোটেলটি পাবেন। হোটেলের খুব কাছেই বাবুঘাট ও ইডেন গার্ডেনস স্টেডিয়াম। হোটেলটি দেখতে একেবারে রাজপ্রাসাদের মত। এখানে কাঠের ফ্লোর দিয়ে বানানো ডাইনিং রুম আছে। যেকোনো প্রয়োজনে ২৪ ঘন্টা হোটেল কর্মীদের পাওয়া যায়।
-
বিশেষ সুবিধা: বড় সুইমিং পুল, লাগেজ স্টোর, স্পা ও শরীরচর্চা কেন্দ্র
২. দি এলজিন ফেয়ারলন
ঠিকানা: ১৩/এ সুদ্দির স্ট্রিট (ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে), ৭০০০১৬ কলকাতা
কলকাতা নিউ মার্কেটের পাশে আরেকটি জনপ্রিয় হোটেল দি এলজিন ফেয়ারলন। এয়ারপোর্ট থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে হোটেলটি অবস্থিত। হোটেলটি থেকে নিউ মার্কেটের দূরত্ব প্রায় ২০০ মিটার। এখান থেকে হেঁটেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম ও গভর্নমেন্ট আর্ট কলেজ ঘুরে আসা যায়। হোটেলটি বেশ খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশে মোড়ানো। পেইন্টিং ও এন্টিক দিয়ে সাজানো রুমগুলো বেশ ছিমছাম। হোটেলে বড় শৌচাগার আছে এবং রুমের বাইরে খোলা স্থানে খাবার খাওয়ার সুবিধা আছে।
-
বিশেষ সুবিধা: দেশি-বিদেশী খাবারের রেস্তোরা, এয়ারপোর্ট শাটল বাস, অনুষ্ঠান করার প্রাঙ্গন
৩. হোটেল প্রেসিডেন্সি ইন্
ঠিকানা: ২/১ মারকুইস স্ট্রিট, নিউ মার্কেট, ধর্মতলা, ৭০০০১৬ কলকাতা
কলকাতা মারকুইস স্ট্রিট-এর হোটেলগুলোর মধ্যে হোটেল প্রেসিডেন্সি ইন্ বেশ নামকরা হোটেল। দুই তারকা হোটেলটি থেকে নিউ মার্কেটের দূরত্ব প্রায় ৫০০ মিটার। হোটেল থেকে হেঁটে মেট্রো স্টেশন, ইডেন গার্ডেনস ও পার্ক স্ট্রিটে যেতে পারবেন। এখানকার থাকার ব্যবস্থা খুব জাকজমক না হলেও কম খরচে নিরিবিলি থাকতে পারবেন। রুমগুলো কিছুটা সাদামাটা, তাই ‘মিনিমালিজম লাভার’-দের জন্য এটা সেরা থাকার জায়গা। হোটেলে সুস্বাদু ইন্ডিয়ান, ইটালিয়ান ও চাইনিজ খাবারের ব্যবস্থা আছে।
-
বিশেষ সুবিধা: এয়ারপোর্ট শাটল বাস, ব্যক্তিগত গাড়ি পার্কিং, নিরামিষ ও হালাল খাবারের নিশ্চয়তা
৪. ললিত গ্রেট ইস্টার্ন হোটেল
ঠিকানা: ১, ২, ৩ পুরনো কোর্ট হাউজ স্ট্রিট, ৭০০০৬৯ কলকাতা
নিউমার্কেট থেকে ১ কিলোমিটার ও পার্ক স্ট্রিট থেকে ৬০০ মিটার দূরে ললিত গ্রেট ইস্টার্ন হোটেলটি পাবেন। এটি অনেক পুরনো কলোনিয়াল নকশার হোটেল। এখান থেকে হেঁটে অল্প সময়ে ফোর্ট উইলিয়ামস দূর্গ, ইডেন গার্ডেনস ও মিলেনিয়ামস পার্কে যাওয়া যায়। হোটেলটি খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন। এখানে বিশাল লাউঞ্জে বসে ইন্ডিয়ান, চাইনিজ-সহ উপমহাদেশীয় সকল জনপ্রিয় খাবার খাওয়ার সুবিধা আছে।
-
বিশেষ সুবিধা: ২টি সুইমিং পুল, স্পা ও শরীরচর্চা কেন্দ্র, সুস্বাদু নাস্তা ও খাবারের ব্যবস্থা
৫. ট্রিবো ট্রিস্ট দে এমপেরেসা
ঠিকানা: ১২/২এ, ফায়ার ব্রিজ প্রধান কার্যালয়, ধর্মতলা, ৭০০০০১ কলকাতা
এয়ারপোর্ট থেকে ১৫ কিলোমিটার ও নিউ মার্কেট থেকে মাত্র ১ কিলোমিটার দূরে ট্রিবো ট্রিস্ট দে এমপেরেসা। এখান থেকে ইন্ডিয়ান মিউজিয়াম, আর্মেনিয়ান কলেজ, ইডেন গার্ডেনস, ফোর্ট উইলিয়ামস দূর্গ ও আলীপুর চিড়িয়াখানা সবখানেই সহজে যাওয়া যায়। এখানকার রুম গুলো অন্যান্য হোটেলের তুলনায় অনেক বড় মনে হবে। একসাথে অনেক মানুষের ডাইনিং ও কনফারেন্সের ব্যবস্থা আছে। বড় পরিবার নিয়ে ভ্রমণ করলে থাকার জন্য সেরা জায়গাগুলোর একটি এই ট্রিবো ট্রিস্ট দে এমপেরেসা।
-
বিশেষ সুবিধা: ব্যক্তিগত শৌচাগার, বড় রুম, শরীরচর্চা কেন্দ্র, রুমের মধ্যে চা-কফি বানানোর ব্যবস্থা
৬. দ্য পার্ক কলকাতা
ঠিকানা: ১৭ পার্ক স্ট্রিট, ৭০০০১৬ কলকাতা
নিউ মার্কেটের মাত্র ১ কিলোমিটার দূরে পার্ক স্ট্রিটের হোটেল দ্য পার্ক কলকাতা। এখান থেকে ৫০০ মিটার হেঁটে ভিক্টোরিয়াল মেমোরিয়াল ও ১ কিলোমিটার হেঁটে ইন্ডিয়ান মিউজিয়ামে যাওয়া যায়। হোটেলের মধ্যে থাকা ‘বার’-এ সরাসরি বিভিন্ন বিনোদন উপভোগ করা যায়। এমনিতে খুবই আলো ঝলমলে পরিবেশ আছে হোটেলটিতে। শারীরিক প্রতিবন্ধকতার শিকার মানুষদের জন্য আলাদা সুবিধাসহ রুমের ব্যবস্থা রয়েছে। রুমের সাজসজ্জা একেবারে ছবির মত। তাই অন্য হোটেলের চেয়ে থাকার খরচ তুলনামূলক বেশি হবে।
-
বিশেষ সুবিধা: বাইরে সুইমিং পুল, আট রকমের ডাইনিং সুবিধা, বার, স্পা, নাইটক্লাব
৭. সার্ভিস অ্যাপার্টমেন্টস
ঠিকানা: ৩/এ রিপন স্ট্রিট, ৭০০০১৬ কলকাতা
শিয়ালদহ রেল স্টেশন থেকে ২ কিলোমিটার ও নিউ মার্কেট থেকে ৪০০ মিটার দূরে সার্ভিস অ্যাপার্টমেন্টস খুঁজে পাবেন। সীমিত পরিসরের হোটেলে থাকার জন্য এটা সেরা পছন্দ হতে পারে। এখানে রান্নাঘর থেকে ড্রয়িং রুমের সবকিছুই বাসাবাড়ির আদলে সাজিয়ে রাখা থাকে। রুমের ভিতরে চা বানানো থেকে রান্না-বান্না করার সবরকম সুবিধা দেওয়া আছে। যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার তাদের জন্য বিশেষ রুম ও ওয়াশরুমের ব্যবস্থা আছে।
-
বিশেষ সুবিধা: উচ্চগতির ইন্টারনেট, সুস্বাদু নাস্তার ব্যবস্থা
কলকাতায় নিউ মার্কেট এলাকার কাছাকাছি কম খরচের হোটেল কোনগুলো?
অনেকসময় একান্তই কম বাজেটে থাকার জন্য সস্তা হোটেল খোঁজার প্রয়োজন হয়। তখন সাধারণ মানের হোটেল দরকার হয়। নিউ মার্কেটের আশেপাশেই মারকুইস স্ট্রিটে ও মির্জা গালিব রোডে এরকম ভালো মানের সাধারণ হোটেল আছে।
যেমন, মারকুইস স্ট্রিটে গেলে-
- হোটেল আফরা
- গুলশান লজ
- প্যারাডাইজ গেস্ট হাউজ খুঁজে পাবেন।
একই ভাবে, মির্জা গালিব রোডে গেলে-
- হোটেল পুষ্পক
- হোটেল গ্রিন স্টার
- সেন্ট্রাল গেস্ট হাউজ ইত্যাদি পাবেন।
কিন্তু হোটেল বুক করার আগে অবশ্যই সেখানের নিরাপত্তা কেমন, কর্মীরা কেমন, খাবারের ব্যবস্থা আছে কিনা, কোনো শর্ত আছে কিনা অবশ্যই নিজে যাচাই করে নিবেন।
কিভাবে কলকাতার নিউ মার্কেট এলাকায় কম খরচে হোটেল খুঁজে পাবেন?
গরমের সময় কলকাতায় অসহ্য গরম পড়ে। তাই শীতের মৌসুমে মানুষের যাতায়াত বেশি দেখা যায়। এসময় ভাড়া তুলনামূলক অনেক বেশি হয়ে যায়। কিন্তু কিছু কৌশলের মাধ্যমে খরচ কমাতে পারেন।
যেভাবে শেয়ারট্রিপের মাধ্যমে কলকাতার নিউ মার্কেট এলাকায় কম খরচে হোটেল ভাড়া নিবেন
সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্যদিনে ভ্রমণ করার চেষ্টা করবেন। শুক্র, শনি ও রবিবার বাংলাদেশ ও ভারতে ছুটি থাকার কারণে লোক-সমাগম বেশি থাকে। এজন্য ভাড়া বেড়ে যায়। শেয়ারট্রিপের মাধ্যমে কলকাতার নিউ মার্কেটের আশেপাশের সকল হোটেলের তালিকা, রুমের ভাড়া ও রিভিউ দেখে নিতে পারবেন। এভাবে কয়েকটি ধাপে সেরা হোটেলগুলো খুঁজে পাওয়া যায়। চলুন সেগুলো বিস্তারিত জেনে নেই—
১. শেয়ারট্রিপ ওয়েবসাইট বা অ্যাপ থেকে হোটেল ভিজিট করুন
২. গন্তব্যস্থানের নাম লিখুন, যেমন— Kolkata
৩. কতদিন থাকবেন বাছাই করে সার্চ বাটনে ক্লিক করুন
৪. হোটেলের তালিকা দেখালে ফিল্টার অপশন-এর Point of Interest হিসেবে New Market-এ টিক চিহ্ণ দিন
৫. পছন্দের হোটেলের রিভিউ ও ছবি দেখে বুক করুন, এবং ডিসকাউন্ট কিংবা কুপন-কোড ব্যাবহার করে পেমেন্ট সম্পন্ন করুন
কলকাতার হোটেলে থাকার সময় যা যা করণীয়
যাবার আগে অবশ্যই পাসপোর্ট ও ভিসা প্রস্তুত রাখবেন। সাবধানে থাকবেন যেন গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র হারিয়ে না যায়। হোটেল সবসময় অনলাইনে অগ্রিম বুকিং দেওয়ার চেষ্টা করবেন। তাহলে জরুরি মুহূর্তে ভাল হোটেল ফাঁকা না পেয়ে বিপদে পড়ার কোনো ঝামেলা হবে না। আর কিছু কিনলে কলকাতার বিখ্যাত “হগস” মার্কেট থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন। এছাড়া সাউথ সিটি মল, আদি ঢাকেশ্বরি বস্ত্রালয়, শ্রী ল্যাদার-এর মত বিখ্যাত দোকানে যেতে পারেন।
শেয়ারট্রিপের সাথে আপনার কলকাতা ভ্রমণকে করুন আরও সুন্দর!
কলকাতার এক ঐতিহ্যবাহী ভ্রমণ স্থান নিউ মার্কেট। এর আশেপাশে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেনস, ফোর্ট উইলিয়ামস,মিলেনিয়ামস পার্ক, গড়ের মাঠ, আলীপুর চিড়িয়াখানা, আলীপুর মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম-সহ দেখার মত ২০টির বেশি স্থাপনা আছে। তাই সবকিছু ঠিকমত দেখতে তিন বা চারদিনের ভ্রমণে গিয়ে আমাদের দেওয়া হোটেলগুলোতে থাকতে পারেন।
এছাড়া, এই ব্লগে উল্লেখিত হোটেলগুলোর পাশাপাশি শেয়ারট্রিপের ওয়েবসাইটে কলকাতার আরও অনেক হোটেল রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। হোটেল ভাড়া-সহ যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েসাইট https://sharetrip.net, ইমেইল করুন vacation@sharetrip.net-এ এবং কল করুন +8809617617617 নম্বরে।