আধুনিক স্থাপত্যশৈলী ও কারুকার্য দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ সিঙ্গাপুর ভ্রমণ করে। এখানে মেরিনা বে স্যান্ডস ও সিঙ্গাপুর ফ্লাইয়ারের মত চোখ ধাঁধাঁনো স্থাপনা রয়েছে। আর এত এত টুরিস্ট স্পট নিয়ে যেন যথাসময়ে আপনার সিঙ্গাপুর ভ্রমণ সম্পন্ন করতে শেয়ারট্রিপের হলিডে প্যাকেজ নিতে পারেন। তবে তার আগে সিঙ্গাপুরের বিমান ভাড়া, হোটেল, টুরিস্ট স্পট, ও সেরা ভ্রমণ প্যাকেজগুলি সম্পর্কে বলবো।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কেমন?
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া ২৭,০০০ টাকা থেকে শুরু, যা ফ্লাইট ডেট, এয়ারলাইন্স, ও হলিডে সীজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। চলুন জেনে নিই কোন কোন এয়ারলাইন্সের টিকেট কিনতে পারবেন, যেতে কতক্ষণ লাগবে আর ফ্লাইট শিডিউল কেমন হবে।
ঢাকা টু সিঙ্গাপুর ফ্লাইট শিডিউল
বর্তমানে প্রায় ১৩টির মত বিমান সংস্থা প্রতিদিন ঢাকা থেকে সিঙ্গাপুরে যাতায়াত করে। এদের বিমানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৪ ঘন্টা ১০ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পৌছানো যায়। ব্যস্ত রুট হবার কারণে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ের ফ্লাইট চালু পাবেন।
বাংলাদেশে থেকে সিঙ্গাপুরগামী এয়ারলাইন্সগুলো হলো
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- সিঙ্গাপুর এয়ারলাইন্স
- এয়ার ইন্ডিয়া
- ইউএস বাংলা এয়ারলাইন্স
- শ্রীলংকান এয়ারলাইন্স
- চায়না ইস্টার্ন এয়ারলাইন্স
- মালয়েশিয়ান এয়ারলাইন্স
- ভিস্ট্রা এয়ারওয়েজ
- থাই এয়ারওয়েস ইন্টারন্যাশনাল
- চায়না সাউদার্ন এয়ারলাইন্স
- এমিরেটস
- কাতার এয়ারলাইন্স
উল্লেখ্য যে বিভিন্ন এয়ারলাইন্সের সেবার মান, নিয়ম ও ভ্রমণ মৌসুমের উপর নির্ভর করে টিকেটের মূল্য ওঠানামা করবে। শেয়ারট্রিপের ফ্লাইট পেজ থেকে মূল্যহ্রাস-সহ অগ্রিম টিকেট নিতে পারবেন।
সিঙ্গাপুরের সেরা হোটেল কি কি?
সিঙ্গাপুরে ৭০ হাজারের বেশি ধারণক্ষমতাসম্পন্ন ৪৩০টির বেশি হোটেল আছে। এর মধ্যে আমাদের তালিকার হোটেলগুলোতে বিলাসবহুল রুম থেকে শুরু করে সাধারণ মানের রুমও পাবেন। হোটেলগুলো হলোঃ ইয়োটেল সিঙ্গাপুর অর্কার্ড রোড, ক্যাপথর্ন কিংস হোটেল সিঙ্গাপুর, দ্য গ্রেট ম্যাড্রাস সিঙ্গাপুর, ডাক্সটন রিজার্ভ সিঙ্গাপুর, ইকোয়ারিয়াস হোটেল সিঙ্গাপুর, অ্যাম্বাসাডর ট্রানজিট হোটেল। চলুন হোটেলগুলোতে কি কি বিশেষ সুবিধা তা জেনে নিই।
ইয়োটেল সিঙ্গাপুর অর্কার্ড রোড
ঠিকানাঃ ৩৬৬, অর্কার্ড রোড, সিঙ্গাপুর
বিভিন্ন রকম রঙে বর্ণিল অর্কার্ড স্ট্রিটের কোণে অবস্থিত ইয়োটেল সিঙ্গাপুর অর্কার্ড রোড। চাঙ্গি এয়ারপোর্ট থেকে ২২ কিমি দূরে গেলে হোটেলটি খুঁজে পাবেন। এখানকার রুমগুলো বেশ অভিজাত ও আধুনিক প্রযুক্তিতে সাজানো। কাঠের ফ্লোর ও ফার্নিচার অন্যরকম স্বস্তি দেবে। সব রুমের সাথেই ব্যক্তিগত শৌচাগার আছে। বিনোদনের জন্য বড় টিভি, পুল ও জিম পাবেন। এছাড়া রুমের সিটিং এরিয়াতে বসে বা ডাইনিংয়ে ডিনার করে সময় কাটাতে পারবেন।
-
বিশেষ সুবিধাঃ ভাল নাস্তা, সুইমিং পুল, হট শাওয়ার, শহরের দৃশ্য ও বার
ক্যাপথর্ন কিংস হোটেল সিঙ্গাপুর
ঠিকানাঃ ৪০৩ হ্যাভেলক রোড, রবার্টসন কীই, সিঙ্গাপুর
চাঙ্গি এয়ারপোর্ট থেকে ৩০ মিনিট ড্রাইভ করে ক্যাপথর্ন কিংস হোটেল সিঙ্গাপুরে পৌছাতে পারবেন। হোটেলটি চায়নাটাউন ও অর্কার্ড রোড থেকে ২ কিমি দূরে। এখানে সব রুম প্রাকৃতিক আলো ও পর্দায় ঘেরা। ভিতরের সাজসজ্জা বেশ আধুনিক নকশায় মোড়া। অতিথিরা রুমের ডেস্কে পড়াশোনা করতে পারে, জিমে ব্যায়াম করতে পারে, আবার চাইলে হোটেল-প্রাঙ্গনে গলফ খেলতে পারে। অবসর কাটানোর জন্য এখানে সৌনা ও সুইমিং পুল আছে।
-
বিশেষ সুবিধাঃ দুটো বারসহ রেস্টেুরেন্ট, অনসাইট পার্কিং, গরম বাষ্প দিয়ে গোসলের ব্যবস্থা
দ্য গ্রেট ম্যাড্রাস সিঙ্গাপুর
ঠিকানাঃ ২৮ ম্যাড্রাস স্ট্রিট, লিটল ইন্ডিয়া, সিঙ্গাপুর
সাউথ এশিয়ানদের জন্য দ্য গ্রেট ম্যাড্রাস সিঙ্গাপুর একেবারে নিজের দেশের অনুভূতি দেবে। সাধারণ ছিমছাম রুমের হোটেলটি চাঙ্গি এয়ারপোর্ট থেকে ২০ কিমি দূরে অবস্থিত। রুমগুলো বেশ উজ্জল ও আলো ঝলমলে নকশা করা। এখানে সবধরনের ইকোনমিক ও ডিলাক্স রুম ভাড়া নিতে পারবেন। সব রুমের সাথেই চা-কফি তৈরির ব্যবস্থা আছে। পাশাপাশি ব্যালকনিতে বসে সুন্দর দৃশ্য দেখে নাস্তা করতে পারবেন। হোটেল থেকে হেঁটেই বুগিস স্ট্রিট, আর্ট মিউজিয়াম আর সেইন্ট অ্যান্ড্রু ক্যাথেড্রাল দেখে আসা যায়।
-
বিশেষ সুবিধাঃ বড় ফ্যামিলি রুম, ব্যাগ স্টোরেজ, ধূমপানের রুম, দ্রুত রুম সার্ভিস ইত্যাদি
ডাক্সটন রিজার্ভ সিঙ্গাপুর
ঠিকানাঃ ৮৩ ডাক্সটন রোড, চায়নাটাউন, সিঙ্গাপুর
চায়নাটাউনের কাছে আরেকটা ভালো থাকার হোটেল হলো ডাক্সটন রিজার্ভ সিঙ্গাপুর। চাঙ্গি এয়ারপোর্ট থেকে ৩১ মিনিট ড্রাইভ করে এখানে যেতে পারবেন। এখানকার সব রুম রয়্যাল ব্ল্যাক থিমে ডিজাইন করা। শিল্প ও সাহিত্যপ্রেমীদেরকে রুমগুলো একটা আলাদা আমেজ দেবে। কিছু ব্যালকনি থেকে শহরের বিশাল ল্যান্ডস্কেপ দেখা যায়। হোটেল থেকে হেঁটে পাশের ভিভোসিটি শপিং মল ও সেন্তোসা দ্বীপে যেতে পারবেন। হোটেলে দুটি রেস্টুরেন্টে অ্যামেরিকান, এশিয়ান আর ইটালিয়ান খাবার পাওয়া যায়।
-
বিশেষ সুবিধাঃ টেরেস, বড় এলিভেটর, লন্ড্রি, ভাল নাস্তা, গোল টেবিলের লাউঞ্জ ইত্যাদি
ইকোয়ারিয়াস হোটেল সিঙ্গাপুর
ঠিকানাঃ ৮ সেন্তোষা গেট অ্যাওয়ে, সেন্তোসা দ্বীপ, সিঙ্গাপুর
চাঙ্গি এয়ারপোর্টের ২৭ কিমি দূরে সেন্তোসা দ্বীপের কাছে ইকোয়ারিয়াস হোটেল সিঙ্গাপুর অবস্থিত। রিসোর্টের মত বড় নান্দনিক আমেজ পাবার জন্য সেরা হতে পারে এটি। এখানকার রুমগুলোতে সব রকম আসবাবপত্র রাখা আছে, তাই বাসা বাড়ির মত অনুভূতি হবে। সব রুমেই মিনিবার ও কফি বানানোর সরঞ্জাম পাবেন। শৌচাগারেও আলাদা বাথটাব দেখবেন। হোটেল থেকে ৭ মিনিটের মধ্যে এসইএ একুয়ারিয়াম, অ্যাডভেঞ্চার কোভ ওয়াটারপার্ক, রিসোর্ট ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার, ইউনিভার্সাল স্টুডিওস ও ক্যাসিনোতে যেতে পারবেন।
-
বিশেষ সুবিধাঃ লন্ড্রি, নাস্তা, খবরের কাগজ, সুইমিং পুল, সৌনা ইত্যাদি
অ্যাম্বাসাডর ট্রানজিট হোটেল
ঠিকানাঃ ৬৫, এয়ারপোর্ট বোলভার্ড, টারিআমনাল ৩, চাঙ্গি এয়ারপোর্ট, সিঙ্গাপুর
চাঙ্গি এয়ারপোর্টের একেবারে সাথে লাগানো অ্যাম্বাসাডর ট্রানজিট হোটেল। এখানে ট্রানজিট স্টাইলের সবকিছু দেখবেন। রুমগুলো অনেক প্রশস্ত আর বড় জানালা আছে। রুমের মধ্যে বড় সিটিং এরিয়াতে বসে বিভিন্নরকম মিটিং করা যায়। এছাড়া হোটেলে ফিটনেস সেন্টার, সিনেমা দেখার ব্যাবস্থা, ব্যুফে ব্রেকফাস্টসহ কিছু বিশেষ সুবিধা আছে।
- বিশেষ সুবিধাঃ ব্যুফে নাস্তা, সর্বোপরি শীতাতপ নিয়ন্ত্রণ, শহরের দৃশ্য দেখা, ইত্যাদি
কেন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ভ্রমণ করবেন?
দুটো কারণে আপনার সিঙ্গাপুর ভ্রমণ করা উচিৎ। প্রথমতঃ কাছাকাছি বৈচিত্রময় ঘুরে দেখার জায়গা খুঁজে পাবেন। দ্বিতীয়ত, বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট হাব-এ ঘুরে আসতে পারবেন।
সিঙ্গাপুরের উল্লেখযোগ্য ভ্রমণ স্থানসমূহ
গার্ডেনস বাই দ্য বে
১০১ একরের এই পার্কে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের গম্বুজ আছে। এখানে স্কাই ওয়ে আর ক্লাউড ফরেস্টের সুন্দর প্যানারমিক ভিউ পাওয়া যায়।
মেরিনা বে স্যান্ডস
এই রিসোর্ট কমপ্লেক্সের উজ্জ্বল আলো আর মনোমুগ্ধকর নকশা আপনাকে আধুনিকতার শিখরে নিয়ে যাবে। সব বড় ব্র্যান্ডের শো রুম, আই স্কেটিং কোর্ট, রেস্টেুরেন্ট, জিমনেসিয়াম থেকে এমন কিছু নেই যা এখানে পাবেন না।
সেন্তোসা দ্বীপ
সিঙ্গাপুরের সাউদার্ন কোস্টের এই দ্বীপে অনেক ধরনের বিনোদনমূলক কর্মকান্ড করা যায়। এমনকি আপনি মনোরেইলে চড়তে ও ম্যাডাম ত্যুসোর মিউজিয়াম ঘুরতে পারবেন।
চাঙ্গি এয়ারপোর্ট
চাঙ্গি এয়ারপোর্ট নিজেই সিঙ্গাপুরের অন্যতম শৈল্পিক স্থাপত্য। এখানে প্রকৃতি ও প্রযুক্তির এক অপূর্ব সংযোগস্থল দেখা যায়। এখানে আপনি একই জায়গা থেকে স্কাই ট্রেন, মুভি থিয়েটার, লাইট মো, ও রেইন ভরটেক্সের মত জিনিস দেখতে পারবেন।
ম্যাক্সওয়েল ফুড সেন্টার
খাবারের জন্য বিখ্যাত এই ফুড সেন্টারে সারাক্ষণ মানুষের ভিড় লেগে থাকে। চায়নাটাউন থেকে হেঁটে কিছুদূর সামনে গেলেই খুঁজে পাবেন।
বুগিস স্ট্রিট
বুগিস স্ট্রিটের মার্কেটে খেলনা, ঘড়ি, জামা কাপড়, টি-শার্ট থেকে সবকিছুই পাবেন। এছাড়া এখানে হাজার রকমের বিউটি শপ, জুস বার ও স্পা আছে।
সিঙ্গাপুর ভ্রমণের সেরা সময়
সিঙ্গাপুরের আবহাওয়া বেশ নাতিশীতোষ্ণ। তাই সারাবছরই পর্যটকেরা এখানে আসতে পছন্দ করে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণ মৌসুমের পীক পিরিয়ড থাকে। ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিরা বেশ কম খরচে সিঙ্গাপুর ঘুরে আসতে পারে।
সিঙ্গাপুরের ভ্রমণ প্যাকেজ
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ভ্রমণের জন্য বেশ কিছু আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ রয়েছে। এসব প্যাকেজে যথার্থ খরচে সেরা মানের থাকা, খাবার, ও যাতায়াতের সুবিধা পাওয়া যায়। এরকম কয়েকটি প্যাকেজ হলো:
৩ দিনের সিঙ্গাপুরের প্যাকেজ
এই প্যাকেজটি আপনাকে এয়ার টিকেটের সুবিধাও দিবে। প্রথম দিনে সিঙ্গাপুর পৌছে দ্বিতীয় দিনে সবকিছু দেখে পরদিন ফিরে আসতে পারবেন। এতে আন্তর্জাতিক মানসম্মত নাস্তা ও থাকার রুম পাবেন।
৪ দিনের সিঙ্গাপুরের প্যাকেজ
২৫,৩০০ টাকা থেকে শুরু হওয়া প্যাকেজটিতে প্রথম দিনে সিঙ্গাপুর পৌছে এরপর দুদিন ধরে ঘুরে দেখে তৃতীয় দিনে ফেরা যায়। এতে সকল ধরনের চার্জ, থাকার ব্যবস্থা ও শাটল সার্ভিস পাবেন।
৭ দিনের সিঙ্গাপুরের প্যাকেজ
২৬,৪০০ টাকা থেকে শুরু হওয়া প্যাকেজটিতে সিঙ্গাপুরের সাথে মালয়েশিয়া ও থাইল্যান্ড ও ঘুরে দেখতে পারবেন। এতে সব দেশে দুদিন করে থাকা, নাস্তা ও শাটল সার্ভিসের সুবিধা পাবেন।
শেয়ারট্রিপের সাথে আপনার সিঙ্গাপুর ভ্রমণ হবে আরও সুন্দর!
অত্যাধুনিক জীবনমান দিয়ে সিঙ্গাপুর সারা পৃথিবীর সামনে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। সিঙ্গাপুরে একই সাথে বিভিন্ন দেশ ও সংস্কৃতির বৈশিষ্ঠ্য দেখতে পারবেন। আপনি যদি এখনো এখনো সিঙ্গাপুর না গিয়ে থাকেন, তাহলে শেয়ারট্রিপের ভ্রমণ প্যাকেজ নিয়ে ঘুরে আসতে পারেন। সিঙ্গাপুরসহ অন্যন্য দেশ ভ্রমণে সকল তথ্য পেতে ইমেইল করুন vacation@sharetrip.net-এ এবং ফোন করুন +8809617617617 নম্বরে।