গত বছর থেকে বাংলাদেশীদের জন্য কিছুটা সাশ্রয়ী খরচে ওমরাহ প্যাকেজ ও ভিসা সুবিধা পাওয়া যাচ্ছে। এই সুযোগে অনেকেই পরিবারের সাথে ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যদি ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে শেয়ারট্রিপ থেকে ওমরাহ প্যাকেজ নিতে পারেন। কিন্তু তার আগে ওমরাহ প্যাকেজ সম্পর্কে সম্পূর্ণ ধারনা নিয়ে রাখা উচিৎ, যেমন কোন প্যাকেজে কি সুবিধা রয়েছে, কোন প্যাকেজে ফ্লাইট টিকেট আছে বা কোনটিতে নেই, ইত্যাদি।
কিভাবে সৌদি আরবে ওমরাহ-র পরিকল্পনা নিবেন?
ওমরাহ করার জন্য সবার আগে মানসিক প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি আপনাকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল থাকতে হবে। এছাড়া নিচের বিষয়গুলো নিশ্চিত করতে হবে—
- কাপড় এবং অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করতে হবে
- ওমরাহ-র প্রয়োজনীয় দোয়া এবং আয়াত শিখতে হবে
- সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যের যত্ন নিতে হবে
- সাধারণ বিমান ভাড়া ও প্যাকেজের পার্থক্য দেখতে হবে
সৌদি আরবের সাধারণ বিমান ভাড়া কেমন?
বিমান সংস্থা-গুলো ওয়ান ওয়ে ও রাউন্ড ট্রিপের জন্য ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাসের টিকেট বিক্রি করে। অনেকেই ভিসা আবেদন করে সরাসরি ফ্লাইটে গিয়ে ওমরাহ পালন করেনন। এভাবে যেতে হলে ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট পাবেন। তবে ভিসা পেতে বেশ আগে থেকেই আবেদন করতে হবে।
ঢাকা টু জেদ্দা বিমান ভাড়া কেমন হবে?
চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী ওয়ান ওয়ে ট্রিপে সর্বনিম্ন ৪৪ হাজার টাকা থেকে শুরু করে। বেশিরভাগ যাত্রী আলাদা টিকেট না নিয়ে ওমরাহ-র প্যাকেজ ভিত্তিক ফ্লাইট পছন্দ করে। কারণ প্যাকেজে ১ লাখ টাকার অনেক কম খরচেই ১ সপ্তাহব্যাপী যাতায়াত, থাকার সুবিধা ও ফিরতি ফ্লাইটের টিকেট পাওয়া যায়।
কোন কোন এয়ারলাইন্সে জেদ্দা যেতে পারেন?
বর্তমানে দেশী ও বিদেশী বারোটির মত বিমান সংস্থা ঢাকা থেকে সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করে। জেদ্দাতে অবতরণ করলে এদের কাছ থেকে ওয়ান ওয়ে বা রাউন্ড ট্রিপের টিকেট নিতে পারেন। ওমরাহ-র প্যাকেজ নিলেও এদের কারো বিমানে যেতে হবে। বিমান সংস্থা গুলো হলো—
- ওমান এয়ার
- সৌদিয়া এয়ারলাইন্স
- ভিস্টারা এয়ারলাইন্স
- এয়ার ইন্ডিয়া
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- কুয়েত এয়ারওয়েজ
- কাতার এয়ারওয়েজ
- এমিরেটস
- ইন্ডিগো
- টার্কিশ এয়ারলাইন্স
- ইতিহাদ এয়ারওয়েজ
- মালয়েশিয়া এয়ারলাইন্স
সরাসরি ফ্লাইটে গেলে বিমান ভাড়ার পাশাপাশি মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে যাতায়াত খরচ মিলিয়ে বড় পরিমাণের খরচ তো আছেই। এর চেয়ে প্যাকেজের মাধ্যমে টিকেট নিলে কম খরচে গিয়ে বেশিদিন থাকা যায়।
সাধারণত ওমরাহ প্যাকেজ কেমন হয়?
ওমরাহ একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার হওয়ায় আপনাকে কিছু জিনিস হিসেব রাখতে হবে। প্রথমত, সাধ্যের মধ্যে আছে এমন খরচের কোনো প্যাকেজ নিবেন। দ্বিতীয়ত, ওমরাহ চলাকালীন কোনো সমস্যা হলে যেন অতিরিক্ত সময় পান এভাবে দিন হিসেব করে প্যাকেজ নিবেন।
চলুন জেনে নিই ওমরাহ শেষ করতে কেমন সময় লাগবে আর সেরা এজেন্সিগুলো কতদিনের ভ্রমণ প্যাকেজ দিতে পারে:
প্যাকেজ অনুযায়ী ওমরাহ করার সময়
অনেকেই ওমরাহ-র সময়সীমা জানতে চান। ওমরাহ-র আনুষ্ঠানিকতায় সর্বনিম্ন ২ দিন থেকে সর্বোচ্চ ৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আগে ওমরাহ-র জন্য ৯০ দিনের ভিসা দেওয়া হতো। কর্তমানে এক মাসের ভিসা পেলেই ঠিকভাবে সবার কাজ হয়ে যায়। তাই শুধুমাত্র ওমরাহ হলে ৬ অথবা ১৪ দিন আর বিশেষ কোনো কাজ থাকলে ১৪ অথবা ৩০ দিনের ওমরাহ প্যাকেজ নেওয়া উচিৎ।
ওমরাহ প্যাকেজ ২০২৪-এর খরচ
ভ্রমণের সময়সীমা ও সুবিধা অনুযায়ী ওমরাহ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়। যেমনঃ শেয়ারট্রিপ ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১৪, ১৫, ১৭ ও ৩০ দিনের ভিন্ন ভিন্ন প্যাকেজ তৈরি করে থাকে। এসব প্যাকেজে ৩৮ হাজার টাকা থেকে ২ লাখ টাকার মধ্যে সুন্দরভাবে ওমরাহ পালন করে ফিরে আসা যায়। নিরিবিলি ওমরাহ করতে সবগুলো প্যাকেজ দেখে থাকা, খাওয়া, করপ্রদান ও যাতায়াতের সুবিধা আছে এরকম ওমরাহ প্যাকেজ নেওয়া ভাল হবে।
ওমরাহ-র সময় সাশ্রয়ী রেস্তারাসমূহ
অনেকসময় শারীরিক অসুস্থতার জন্য অতিরিক্ত খাবারের প্রয়োজন হয়। আগে যারা ওমরাহ করেছেন জানেন যে সৌদি আরবে বেশ কম খরচে ভাল মানের খাবার পাওয়া যায়। যেমনঃ মক্কার মিজফালা নামক এলাকায় বাংলাদেশী ও পাকিস্তানি রেস্টুরেন্টগুলোতে খাবার খরচ একেবারেই কম। এখানে আপনি আড়াইশ’ থেকে পাঁচশ’ টাকার মধ্যে সকাল, দুপুর ও রাতের খাবার খেতে পারবেন। বাংলাদেশী হজ্জ কাউন্সিলের কার্যালয় থেকে ১০ মিনিট হেঁটে ওভারব্রিজের পাশে গেলে রেস্টুরেন্টগুলো পাবেন।
শেয়ারট্রিপের ২০২৪ সালের সেরা ওমরাহ প্যাকেজসমূহ
শেয়ারট্রিপ ওমরাহকারীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু ওমরাহ প্যাকেজ তৈরি করেছে। প্যাকেজে যাতায়াত খরচ, স্বাগত জানানোর লোক ও কর-সহ মোফা-এর খরচ অর্তর্ভুক্ত থাকে। বাজেটের উপর যাবতীয় সুবিধা ও স্থায়ীত্বের সময়সীমা নির্ভর করে। চলুন একনজরে এছরের সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ গুলো দেখে নেইঃ
-
৬ দিনের ওমরাহ প্যাকেজ
৫ রাত ৬ দিনের ওমরাহ প্যাকেজটি ৩৮,৫০০ টাকা থেকে শুরু হয়। প্রথম দিনে মক্বায় পৌছে দ্বিতীয় দিনে জিয়ারাহ করতে পারবেন। এরপর এক দিন মক্কা থেকে, পরেরদিন মদিনায় জিয়ারাহ করে, তার পরের দিন ফিরে আসতে পারবেন।
-
৯ দিনের ওমরাহ প্যাকেজ
৮ রাত ৯ দিনের প্যাকেজটি ৪৫,১০০ টাকা থেকে শুরু হয়। এতে প্রথম দিনে মক্কায় পৌছে দ্বিকীয় দিনে জিয়ারাহ করতে পারবেন, এরপর দিনদিন থেকে চতুর্থ দিনে মদিনায় যাবেন। পরেরদিন জিয়ারাহ করে আরো একদিন মদিনায় থেকে ফিরে আসতে পারবেন।
-
৮ দিনের ওমরাহ প্যাকেজ
৭ রাত ৮ দিনের এই প্যাকেজটি ৪৬,২০০ টাকা থেকে শুরু হয়। এতে প্রথম দিন পৌছাবেন, দ্বিতীয় দিনে জিয়ারাহ করবেন, এরপর দুদিন নিজের মত অবস্থান করতে পারবেন। পঞ্চম দিনে মদিনায় পৌছে ষষ্ঠ দিনে জিয়ারাহ করবেন, তারপর একদিন থেকে ফিরে আসতে পারবেন।
-
১৪ দিনের ওমরাহ প্যাকেজ
১৩ রাত ১৪ দিনের এই প্যাকেজটি ৬৭,১২৮ টাকা থেকে শুরু হবে। এতে প্রথম দিনে মক্কা পৌছে দ্বিতীয় দিন বিশ্রাম নিতে পারবেন । তৃতীয় দিনে জিয়ারাহ ও ভ্রমণ শেষে দুনি আবার বিশ্রাম নিতে পারবেন। এরপর আবার দুই দিন জিয়ারাহ ও ভ্রমণ করে পরেরদিন মদিনায় যাবেন। সেখানে পরের চারদিন জিয়ারাহ বা অবস্থান করে ফিরে আসতে পারবেন।
শেয়ারট্রিপের ওমরাহ প্যাকেজ এ কি কি সুবিধা আছে?
শেয়ারট্রিপের ওমরাহ প্যাকেজে বিমান ভাড়া, থাকা, খাওয়া, যাতায়াত ও গাইড-সহ অনেক সুবিধা দেওয়া থাকে। হাজীদের যাত্রা সহজ করাই এজেন্সির মূল উদ্দেশ্য। প্রত্যেকটা প্যাকেজে খরচ অনুযায়ী সার্ভিস পাবেন, তাই কি কি লাগবে বুঝে প্যাকেজ নির্বাচন করবেন। অতিরিক্ত আনুসঙ্গিক ও সহায়তা অনুরোধ করে জানাতে পারেন।
প্রিমিয়াম প্যাকেজে থাকা খাওয়া-সহ সাধারনভাবে যা যা পাবেন —
- ঢাকা টু জেদ্দা টু ঢাকা বিমানের টিকেট
- ইমিগ্রেশনের জন্য ওমরাহ ভিসা
- মক্কা ও মদিনাতে রাতে থাকার সুব্যবস্থা
- মক্কা ও মদিনায় জিয়ারত করার ব্যবস্থা
- শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাতায়াতের সুবিধা
- প্রত্যেকটা পর্বে নিয়মিত পথনির্দেশনা
- সকল ট্যাক্স ও লজিস্টিক সহায়তা
- স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় কাগজপত্র
ওমরাহ ভিসা করতে প্রয়োজনীয় কি কি দরকার?
সৌদি আরব সরকার বাংলাদেশিদের জন্য ওমরাহ পালন অনেক সহজ করে দিয়েছে। বাংলাদেশের নাগরিকদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেনজেন ভিসা থাকলে ভিসা আবেদন ছাড়াই ওমরাহ করে আসা যায়। এছাড়া সৌদিয়া এয়ারলাইন্স বা সৌদি আরবের জাতীয় মালিকানাধীন যেকোনো বিমানের ট্রানজিটে গেলে ভিসা ছাড়াই ৯৬ ঘন্টার জন্য সৌদি আরবে অবস্থান করে ওমরাহ পালন করা যায়। শেয়ারট্রিপের মাধ্যমে সহজেই এসব বিমান সংস্থার টিকেট নিতে পারেন।
ওমরাহ ভিসা করতে যেসব কাগজপত্র লাগবে
সামান্য ভূলের জন্য আপনার ভিসা আবেদনটি অকার্যকর হয়ে যেতে পারে। তাই আপনি নিজে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে বা শেয়ারট্রিপকে তথ্য দেবার সময় সঠিক ডকুমেন্টস প্রদান করতে হবে। কাগজপত্র যাচাইকরণে নিচের বিষয়গুলো লক্ষ্য রাখবেন—
- যে পাসপোর্টের মাধ্যমে আবেদন করবেন তার মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে
- পাসপোর্টের ভিতরে কমপক্ষে ৪টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে
- সাদা রঙের পরিষ্কার ব্যাকগ্রাউন্ডে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে
- শিশুদের জন্য জন্ম নিবন্ধন পত্র ও বড়দের জন্য জাতীয় পরিচয় পত্র থাকা লাগবে
- বিবাহিতদের জন্য কাবিন নামা অথবা বিবাহ রেজিস্ট্রেশন পেপারস থাকা লাগবে
যেভাবে ওমরাহ ভিসার জন্য এজেন্সি নির্বাচন করবেন
বিভিন্ন লোকাল এজেন্সি প্রলোভন দেখিয়ে একেবারে কম খরচের ওমরাহ হজ্জের বিজ্ঞাপন দিয়ে থাকে। কিন্তু তারা অতিরিক্ত টাকা দাবি করলেও যাওয়া আসা ছাড়া কোনো লজিস্টিক সহায়তা দেয়না। অনেক যাত্রী প্রথমবার না বুঝে হয়রানির শিকার হয়। তাই নিরাপদে ওমরাহ-র মত জীবনের গুরুত্বপূর্ণ কাজটি করতে শেয়ারট্রিপ এর সহায়তা নিতে পারেন। শেয়ারট্রিপে বেশ কয়েকটি ওমরাহ প্যাকেজ রয়েছে।
শেয়ারট্রিপের সাহায্যে খুব সহজেই পবিত্র ওমরাহ পালন করতে পারেন
প্রতিটি মুসলিমেরই জীবনে একবার হলেও পূণ্যভূমি মক্কা মদিনাতে হজ্জ করার বাসনা থাকে। কিন্তু অনেকে সীমিত অর্থের কারণে যেতে পারেন না। এক্ষেত্রে ওমরাহ প্যাকেজ নিয়ে নির্বিঘ্নে ওমরাহ পালন করে ফিরে আসা যায়। তাই ওমরাহ সম্পর্কিত যে কোন তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের হটলাইনঃ +880 9617 617617 তে কল অথবা আমাদের ইমেইলঃ ask@sharetrip.net-তে ইমেইল করুন।